প্রেম বা ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে পুরুষদের কাছে যৌনতা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যৌনতা নিঃসন্দেহে জীবনের গুরুত্বপূর্ণ একটি বিষয় নারীর কাছেও। নারীও ঠিক ততটাই যৌন ইচ্ছা রাখেন ও যৌন সুখ উপভোগ করেন, যতটা একজন পুরুষ। কিন্তু হ্যাঁ, এমন কিছু বিষয় আছে যা নারীদের কাছে যৌনসুখের চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেবল যৌন সুখ নয়, নিজেদের একান্ত সম্পর্কে পছন্দের পুরুষের কাছ থেকে এই বিষয়গুলোও আশা করেন নারীরা। পুরুষের কাছ থেকে বিছানায় যা চান নারীরা এ নিয়ে এবারের আয়োজন।
পুরুষের কাছ থেকে বিছানায় যা চান নারীরা
মিষ্টি চুমু, ছোট্ট স্পর্শ, গভীর আলিঙ্গন ইত্যাদি ব্যাপারগুলো নারীর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ যৌনতার চাইতে। এই ব্যাপারগুলো প্রিয় পুরুষের প্রতি নারীর আগ্রহ ও ভালোবাসা বাড়িয়ে তোলে বহুগুণে।
যৌন মিলনের পর গভীর আলিঙ্গনে পরস্পরকে জড়িয়ে শুয়ে থাকার ব্যাপারটি সব নারীই প্রচণ্ড পছন্দ করেন। এটা তাঁদের কাছে ভালোবাসার প্রকাশ। যদিও অধিকাংশ পুরুষ এই কাজটি করেন না। যৌন মিলনের প্রায় সাথে সাথেই পুরুষের মনযোগ অন্যদিকে চলে যায়।
প্রশংসা
নারীর প্রিয় পুরুষের চোখে নিজের জন্য প্রশংসা দেখতে ভালোবাসেন, তাঁর মুখে নিজের প্রশংসা শুনতে ভালোবাসেন। বিশেষ করে একান্ত মুহূর্তে আবেগঘন প্রশংসা নারীদের খুবই প্রিয়।
বিশেষ মুহূর্তের “ভালোবাসি”
যৌন মিলনের সেই একান্ত মুহূর্তে মৌখিক ভালোবাসার প্রকাশ নারীর কাছে যৌন সুখের চাইতেও গুরুত্বপূর্ণ। সেই বিশেষ মুহূর্তের একটি “ভালোবাসি” সম্পর্ককে মজবুত করে তোলে ভীষণ।
নিজেদের কিছু বিশেষ ব্যাপার
প্রত্যেক দম্পতির সম্পর্কেই বিশেষ কিছু ব্যাপার থাকে, যে ব্যাপারগুলো একান্ত তাঁদের নিজের। মজার খুনসুটি, মজার কোন ইঙ্গিত ইত্যাদি ব্যাপারগুলো নারীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।
প্রিয় পুরুষের হাতে হাত রেখে সময় কাটানো নারদের কাছে যৌন সুখের চাইতেও অনেক বেশি প্রিয় ও আকাঙ্ক্ষার।
মিষ্টি উপহার
একান্ত মুহূর্তে নারীরা উপহার পেতে খুব ভালোবাসেন। একটি ফুল, হয়তো একটি নূপুর, চকলেট ইত্যাদি ছোট্ট জিনিস মাঝে মাঝেই উপহার দিন সঙ্গিনীকে। আর দেখুন, তিনি কি ভীষণ খুশি হয়ে উঠছেন।
বুকে টেনে নেয়া
পছন্দের নারীকে কারণে অকারণে বুকে টেনে নিন। এই ব্যাপারটি মেয়েরা ভীষণ ভালোবাসেন, নিজেকে নিরাপদ বোধ করেন।
People came here for
- যৌন সুখ
- নারী ও পুরুষের
- নারী Com
- যৌন বিষয়
- নারী পুরুষের মিলন
- নারী ও পুরুষের মিলন
- যৌন মিলন সুখ
- নারীর যৌন
- যৌন কাছ
- যৌনসুখ Com
- সুখের মিলন
- যৌন মিলন সুখের
- নারী ও পুরুষের যৌন জীবন
- যৌন বিষয়।
- আবেগঘন যৌন মিলন কি
- মিলনের সুখ
- Www যৌন Com
- পুরুষের যৌন সুখ
- যৌন মিলন নারীর সাথে
- নারীদের যৌনতা
Sabuj khan says
আসলামালাকুম আমার পায় ১২ মাস যৌন সময়স্য হয় মানে আমি যদি খোলা মেলা কোন ছবি দেখি আমার যৌন অওগো দাড়াতোনা কিনতু ফাতলা পানির মতো কি জানি যেত তার পর আমি ডাকওর কাছেযাই ডাকঔর দুই তিন পদের টেবলেট দিলো এক সাত দিন খেলাম আমার টোটাল সেকছ পাওর ওপ হয়েগেছে তার পর ডাকওর কাছে আবার গেলাম ডাকওর দিল সোমি নামে কি একটা টেস টেসটের যোন হোরমন দরকার হাত দিয়ে বাহির করে হরমন দিলাম আমার লিগো পুলি ওঠলো দুই তিন ঘনটা পর পুলা গেলো গায় কিনতু আমার পুরুস অজ্ঞয় পাতলা হলকা হয়েগেছে এখন অওষুকোঞ দিয়ে গামায় অওষুকোয নিচের দিকে জুলিয়ে থাকে কোন ব্যথা নাই মাজে মাজে হরকে স্কেচ পাওর নাই আপনার আর কিছু জানার জ্নো মিছ কল দিবেন ০০৯৬৬০৫৬৮৬১৪৭১৭ অতি তারারি অওর ছাই সমাদান যাছাইবেন তায় পাইবেন
md.ziauddin says
i am suffer every month 7/8 nightfall . how to soliution this problem
i says
Amar penis ta uttejona obostai hard hoi Na keno er jonno ki Korbo kindly reply diben