যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের চাপ এবং বারবার আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার কারণে বিশ্বের অন্যতম বৃহত্ ওষুধ কোম্পানি তাদের পেইন কিলার ওষুধ টাইলিনলের বোতলে লাল সতর্ক বার্তা লেখা শুরু করবে।

কারণ ব্যথানাশক টাইলিনল ট্যাবলেট অতিমাত্রায় সেবন করা হলে লিভার অকেজো হওয়ার ঝুঁকি থাকে। বিশেষজ্ঞগণ বলছেন, টাইলিনলের উপাদান এসিটামিনোফেন আকস্মিক লিভার ফেইলিওর-এর অন্যতম প্রধান কারণ। কোম্পানি সূত্রে বলা হয়, তারা টাইলিনলের সতর্কবাণী বোতলের ক্যাপের ওপর লিখবে যাতে সেবনকারীদের চোখ এড়িয়ে যেতে না পারে।
উল্লেখ্য, ১৯৯৪ সাল থেকে টাইলিনলের উত্পাদক কোম্পানি অতিমাত্রায় টাইলিনল সেবনের ব্যাপারে সতর্কবার্তা জানিয়ে আসছে। ঐ সময় যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি ডিনারে ওয়াইনের সঙ্গে টাইলিনল মিশিয়ে পান করার পর লিভার অকেজো হয়ে পড়ে এবং তখন তাকে জরুরি ভিত্তিতে লিভার ট্রান্সপ্লান্ট করতে হয় বলে সংশ্লিষ্ট রিপোর্টে উল্লেখ করা হয়। অবশ্য যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ এ্যাডমিনিস্ট্রেশন এসিটামিনোফেন প্রডাক্ট সেবনের ক্ষেত্রে একটি গাইড লাইন ও নীতিমালা প্রণয়ন করছে। তাই এসিটামিনোফেন মিশ্রিত ওষুধ অতিমাত্রায় সেবন করা উচিত নয়।