পুরুষের বন্ধ্যাত্ব

পুরুষের বন্ধ্যাত্ব কমায় টমেটো

বর্তমান সময়ে নারীদের চেয়ে কয়েক গুন বেশি বন্ধ্যাত্বের সমস্যায় ভুগছেন পুরুষরা। অনেক ক্ষেত্রে পুরুষকেই বন্ধ্যাত্বের জন্য দায়ী করা হয়। তবে এবার পুরুষের বন্ধ্যাত্ব কমিয়ে দেবে টমেটো। পুরুষের বন্ধ্যাত্ব কমাতে টমেটো অনেক উল্লেখযোগ্য ভুমিকা পালন করে। টমেটোর লাইকপিন স্পার্ম কাউন্ট বাড়িয়ে দেয়। টমেটো খেলে খারাপ স্পার্ম কমে যায়।

যুক্তরাজ্যের একটি গবেষণায় এমনটি দাবি করা হয়েছে।

পুরুষের বন্ধ্যাত্ব কমায় টমেটো

পুরুষের বন্ধ্যাত্ব

গবেষণায় বলা হয়, টমেটোর লাল রঙ থেকে যে পুষ্টি পাওয়া যায় তা পুরুষের ফার্টিলিটি বাড়াতে সাহায্য করে৷ পুরুষের লাইকোপিন স্পার্ম কাউন্টকে ৭০ শতাংশ বাড়াতে সাহায্য করে৷ লাইকোপিনের কারণেই টমেটোর রঙ লাল হয়৷

এই আবিষ্কারের ফলে এবার সেই পুরুষেরা উপকৃত হবেন যারা এখনও বাবা হতে পারেন নি৷ বন্ধ্যাত্বের শিকার পুরুষদের সাহায্যকারী একটি সংস্থা জানিয়েছে, তারা পুরুষদের বেশি মাত্রায় লাইকোপিন দিলে তাদের বাবা হওয়ার সম্ভাবনা বাড়ার বিষয়টি গবেষণা করে দেখছে।

ব্রিটেনের ইনর্ফাটাইল নেটওয়ার্কের প্রবক্তা ক্যারেন ব্যানেস জানিয়েছেন, তারা রিসার্চের ফলাফলকে ধনাত্মক ভাবেই নিচ্ছেন৷

এবার তারা এই গবেষণা করে দেখতে চান লাইকোপিনের ফলে পুরুষের উপকার হয় কিনা৷ তিনি আরও জানান, আমাদের দেশে বন্ধ্যাত্বের জন্য মহিলাদের দায়ী করা হয় কারণ মহিলারাই বাচ্চার জন্ম দিয়ে থাকেন৷

কিন্তু বেশি ভাগ ক্ষেত্রে স্পার্মের ফাংশন বা গুনাগুন ও বৈশিষ্ট্যের কারণে মহিলারা প্রেগনেন্ট হতে পারেন না৷

এই গবেষণাটি ওহিয়োর ক্লীবল্যান্ড ক্লিনিকের৷ এই গবেষণায় দেখা গেছেলাইকোপিন স্পার্ম কাউন্টের সঙ্গে স্পার্মের স্পীড বাড়িয়ে দেয়৷ এছাড়াও এটি খারাপ স্পার্মের পরিমাণ কমিয়ে দিতে সক্ষম৷

এর আগেই একটি পরীক্ষা থেকে জানা গেছে লাইকোপিন প্রোস্টেট সম্পর্কিত অসুস্থতাও দূর করে৷

0 thoughts on “পুরুষের বন্ধ্যাত্ব কমায় টমেটো”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Health Bangla
Exit mobile version