Immune-System-Enhance-Natur

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যা যা করবেন

শরীরের Immune System বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবার ও ব্যায়াম বা শরীর চর্চার কোনো বিকল্প নেই। বিশেষজ্ঞগণ গবেষণায় দেখেছেন ওষুধ ছাড়াই আপনি বাড়াতে পারেন আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। আর যাতে শরীরের Immune System শক্তিশালী হয় তার মধ্যে রয়েছে

Immune-System-Enhance-Naturally
Immune-System-Enhance-Naturally

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যা যা করবেন

  • মনখুলে হাসুন ও বাচ্চাদের সঙ্গে সময় কাটান,
  • গান শুনুন অথবা নিজেই দু’লাইন গাইতে চেষ্টা করুন,
  • অধিক চর্বিযুক্ত খাবার ও অধিক চিনিযুক্ত খাবার পরিহার করুন,
  • বেশি করে মাছ খেতে চেষ্টা করুন,
  • মাসরুম সমৃদ্ধ খাবার খেতে চেষ্টা করুন,
  • অধিক পরিমাণ সাইট্রাস ফুড বা লেবু জাতীয় ফল আহার করুন,
  • প্রতিদিন নিয়মিত ব্যায়াম করুন,
  • শরীরের যত্ন ও বিশ্রাম নিন,
  • অ্যালমন্ড জাতীয় ফল বেশি খান,
  • অতিরিক্ত ঠাণ্ডা পানি পান ও ব্যবহার পরিহার করুন,
  • প্রতিদিন প্রচুর পরিমাণ ভেজ ডায়েট বা শাক-সবজি আহার করুন।

বিশেষজ্ঞগণ গবেষণায় দেখেছেন, আপনি যদি ছোট বাচ্চাদের সঙ্গে খানিকটা সময় কাটান, দুষ্টুমি করেন, হাসি-ঠাট্টা করেন তাহলে শরীরের রোগ প্রতিরোধের জন্য দরকারি Antibody ও শ্বেত কণিকা বৃদ্ধি পায় যা BacteriaVirus প্রতিরোধ করে।

দেখে আসতে পারেন সহজ ব্যায়াম

অধিক চর্বি জাতীয় খাবার পরিহার এবং ফ্রেন্ডলি ফ্যাট যেমন: ফিসফ্যাট, ওমেগা-৩ ইত্যাদি আহারে প্রস্ট্যাগ্লান্ডিন হরমোন বাড়ায়। ফলে শক্তিশালী হয় ইম্যিউন সিস্টেম। অধিক পরিমাণ সাইট্রাস ফুড আহারে রক্তের ফ্যাগোসাইট নামক উপাদানের বৃদ্ধি ঘটে যা ভাইরাস ও ব্যাকটেরিয়া ধ্বংস করে। সাইট্রাস ফুডের মধ্যে রয়েছে, কমলা, লেবু, আঙ্গুর ইত্যাদি।

দেখে আসতে পারেন ব্যায়ামের আগে কি করতে হবে জেনে নিন, নাহলে হতে পারে হঠাত মৃত্যু

তিদিন নিয়মিত ব্যায়াম করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। বিশেষ করে মহিলাদের জন্য ঠাণ্ডা পানি কম ব্যবহার করতে বলা হয়েছে। যাদের কমন কোল্ড বা ঠাণ্ডা সমস্যা বেশি থাকে তাদের শরীরের ইম্যিউন সিস্টেম দুর্বল থাকে। তাই যাতে সর্দি-কাশি, ঠাণ্ডা কম লাগে তার দিকে খেয়াল রাখতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Health Bangla
Exit mobile version