Contact-Lens

চোখের Treatment এ কখন Contact Lens ব্যবহার করবেন

কন্টাক্ট লেন্স এটা একটি চোখের লেন্স, যা চোখের কালো মনির সামনে লাগিয়ে চোখের দৃষ্টি স্বল্পতার চিকিত্সা করা হয়। চোখের অন্যান্য রোগের চিকিসাতেও কন্টাক্ট লেন্স ব্যবহার হয়।

চোখের Treatment এ Contact Lens
Contact-Lens

কন্টাক্ট লেন্সের ব্যবহার (Use of Contact Lens)

· যারা চশমা পড়তে চাননা তারা পাওয়ার যুক্ত কন্টাক্ট লেন্স ব্যবহার করতে পারেন। প্লাস, মাইনাস এ্যাসটিগমেটিক সব ধরনের কন্টাক্ট লেন্স পাওয়া যায়।

· যাদের কালো মনিতে পুরোনো ঘা আছে, চোখ খোলা ও বন্ধ করার সময় ঘা বারবার কাঁচা হয়ে যায়, তাদের ক্ষেত্রে ব্যান্ডেজ কন্টাক্ট লেন্স ব্যবহার করা প্রয়োজন।

· চোখে চুন পড়লে বিভিন্ন রকম ক্ষতি থেকে চোখকে রক্ষা করার জন্য চোখে কন্টাক্ট লেন্স দেয়া যেতে পারে।

· কালো মনির পুরোনো দাগ লুকানোর জন্য কসমেটিক কন্টাক্ট লেন্স ব্যবহার করা যেতে পারে।

· জন্মগত চোখের ক্রটির জন্য যারা আলোর প্রতি বেশী সংবেদনশীল, আলোতে যেতে পারেনা, তারাও বিশেষ ধরনের কন্টাক্ট লেন্স ব্যবহার করতে পারেন।

· ফ্যাশন সচেতন মানুষেরা রঙিন কন্টাক্ট লেন্স ব্যবহার করে চোখের আকর্ষণ বাড়াতে পারেন।

কন্টাক্ট লেন্সের ধরন (Type of Contact Lens)

লেন্স সাধারণত তিন ধরনের হয়

· হার্ড কন্টাক্ট লেন্স, আর জি পি কন্টাক্ট লেন্স ও সফট কন্টাক্ট লেন্স

চোখের Treatment এ কখন Contact Lens ব্যবহার করবেন

· প্রথমত বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ব্যতিরেকে কন্টাক্ট লেন্স ব্যবহার করবেন না। কন্টাক্ট লেন্স নিয়মিত নির্দিষ্ট সল্যুশন বা তরল দিয়ে পরিষ্কার করতে হবে এবং মেয়াদ উত্তীর্ণ তরল ব্যবহার করবেন না।

· বেশী পুরানো হয়ে গেলে কন্টাক্ট লেন্স পরিবর্তন করবেন। হার্ড কন্টাক্ট লেন্স বেশীক্ষণ ব্যবহার করা উচিত নয়। দৈনিক অল্প সময় (৩/৪ ঘন্টা) ব্যবহার করা যায়।

· আর জি পি এবং সফট কন্টাক্ট লেন্স ১৫-২০ ঘন্টা ব্যবহার করা যায়।

· প্রতি ২৪ ঘন্টা পরপর নিদৃষ্ট তরল বা সল্যুশন দিয়ে লেন্স পরিষ্কার করা উত্তম

· কন্টাক্ট লেন্স ব্যবহার করা অবস্থায় চোখ লাল হলে লেন্স খুলে ফেলতে হবে এবং তড়িত্ চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

কন্টাক্ট লেন্স জনিত সমস্যা

· লেন্স পরিষ্কার করার তরলের মধ্যে যে রাসায়নিক পদার্থ থাকে, তা চোখে এলার্জি করতে পারে

· চোখের কালো মনিতে পানি জমে, পরবর্তীতে ঘা হতে পারে

· কন্টাক্ট লেন্সের চাপে চোখে স্থায়ী এসটিগমেটিজম বা দৃষ্টি স্বল্পতা হতে পারে

· লেন্স ঘোলা হয়ে নষ্ট হয়ে যেতে পারে। পরিশেষে বলতে হয়, চশমার বিকল্প হিসেবে স্বল্প খরচে কন্টাক্ট লেন্স ব্যবহার অনেক জনপ্রিয়। ডাক্তারের পরামর্শে , ব্যবহার বিধি মেনে চলে লেন্স ব্যবহার করলে কন্টাক্ট লেন্স জনিত চোখের সমস্যা দেখা যায়না এবং লেন্স ব্যবহার অনেক আরামদায়ক হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Health Bangla
Exit mobile version