পুরুষেরা কেন বড় পাছার মেয়েদের বেশি পছন্দ করে? কেন এমনটি হয়ে থাকেন এর বৈজ্ঞানিক ব্যাখা দিয়েছেন কতিপয় বিজ্ঞানীরা।
বেশিরভাগ ছেলেরাই বড় পাছার মেয়েদের পছন্দ করেন কেন? কিছু বিশেষ কারণ ও আছে তার। এটা অনেকদিন থেকেই প্রমাণিত হয়েছে যে, বড় পাছার নারীদের বেশ আকর্ষনীয় মনে করেন বেশিরভাগ পুরুষেরা। খেয়াল করলে দেখা যে রাস্তায় কোন নারীকে দেখলে তারা এই বিষয়ে মন্তব্য করতে পছন্দ করেন। গবেষণায় দেখা গেছে যে, শুধু একজন দুইজন নয় প্রায় প্রতিটি পুরুষই নারীদের এই বড় পাছার প্রতি আকর্ষণ করে থাকেন।কিন্তু কেন এমনটি হয়ে থাকেন এর বৈজ্ঞানিক ব্যাখা দিয়েছেন কতিপয় বিজ্ঞানীরা।
আরও দেখুনঃ
মেয়েদের পাছা বড় ভারী ও নরম করার সহজ উপায়
বড় পাছার মেয়ে গবেষণায় বিভিন্ন ব্যাখায় বলা হয়ে থাকে যে, নারদের ভারী পাছা পুরুষদের আকর্ষণ করে থাকে কারণ তারা মনে করেন যে, বড় পাছার নারীরা পূর্ণ যৌবনপ্রাপ্ত হন এবং তারা সন্তান উৎপাদানে অন্যান্য নারীদের তুলনায় বিশেষ ভূমিকা পালন করে থাকে।
এছাড়া বিমেষজ্ঞরা বলেছেন যে, বড় পাছার নারীদের জন্ম দেওয়া সন্তান বেশ বুদ্ধিমত্তআর অধিকারী হওয়ার সম্ভাবনা থাকে। কেননা বড় পাছার মহিলাদের উরু ও পাছার চর্বি ব্চ্চাদের মস্তিষ্ক বিকাশে বিরাট ভুমিকা পালন করে।নারী দেহের সকল স্থানের চর্বি তাদের সন্তানদের বুদ্ধিকে বিকশিত করা এবং তাদের ক্রম বিকাশে সহায়তা করে।
বড় পাছার মহিলা
যুক্তরাষ্ট্রের পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উইল লাসেক বলেন, এই অঞ্চলের চর্বি ডোকোসাহেক্সনয়িক এসিডে (ডিএইচএ) পূর্ণ যা মানব মস্তিষ্কের বিকাশে খুবই গুরুত্বপূ্র্ণ একটি উপাদান। অধ্যাপক লসেক তার সদ্য প্রকাশিত গবেষণা পত্রে আরো উল্লেখ করেন ঠিক কি কারণে মহিলাদের দেহে এতো পরিমাণ চর্বি থাকে সে বিষয়টি এখনো রহস্যময়। স্তন্যপায়ী প্রাণীদের দেহে সাধারণত ৫ থেকে ১০ শতাংশ চর্বি থাকতে দেখা গেলেও নারীদেহে গড়ে ৩০ শতাংশ চর্বি থাকার ও প্রমাণ রয়েছে।লাসেকের সহকারী ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিভেন গাউলিন যিনি ইভালিউশনারি সাইকোলজির শিক্ষক দেখিয়েছেন, নারীদেহের চর্বি শিশুর মস্তিষ্ক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ।লসেক বলেন বাচ্চা বেড়ে ওঠার সময় মায়ের শরীরের ডিএইচএ গুলো একত্র হয়ে কাজ করে এবং সেগুলো মাতৃদুগ্ধের মাধ্যমে শিশুর মস্তিষ্কে পৌঁছা্য়।
আরও দেখুনঃ
মেয়েদের গোপন অঙ্গের ছবি
ভারী পাছা
আলিংটনে অবস্থিত টেক্সাস বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের ছাত্র এরিক রাসেল নারীদের বড় পাছার বিষয়ে একটি গবেষণা করেণ। তিনি বলেন যে, নারীর কোমরের বক্রতাকে অনেক পুরুষ বেশ পছন্দ করে থাকে।
গবেষণায় বলা হয় যে, গড়ে প্রায় ৩০০ জনেরও বেশি পুরুষ ২৬-৬১ ডিগ্রী পর্যন্ত নারদের কোমরের বক্রতাকে আকর্ষণীয় মনে করেন। তারা মনে করেন যে, ৪৫.৫ ডিগ্রী বক্রতাই হলো একজন নারীর কোমরের আকর্ষনীয় মাপ।তবে নারীদের কোমরের অতির্কিত বক্রতা ব্যাকপোইনসহ নানা ধরণের সমস্যা সৃষ্টি করতে পারে বলে গবেষণায় মন্তব্য করেণ।
আরও দেখুনঃ
মেয়েদের সুগঠিত পাছা বানানোর কিছু ব্যায়াম
Pacha Boro Korar Byam
Gude Angul Diye Jevabe Fingering Korben
Discover more from Health Bangla
Subscribe to get the latest posts sent to your email.