Bangladeshi Condom

বাংলাদেশে কি কি কনডম পাওয়া যায়?

বাংলাদেশে কি কি কনডম পাওয়া যায়? এ নিয়ে আজকে আমাদের কাছে আজকে একজন প্রশ্ন করেছেন? আমি আফাসানা জামিন হেল্‌থ বাংলা ডট কম এর এডমিন লিখছি আজ এ নিয়ে।

যদি আপনার স্ত্রী কনডমের ব্যাপারে কোনো অভিযোগ থাকে তবে সেটা ভিন্ন কথা। কিন্তু আমি মনে করি, চরমপুলকের জন্য কনডমের কোনো ভূমিকা নেই । তবে অন্য জন্মনিয়ন্ত্রণের ব্যবস্থা যদি আপনারা নিয়ে থাকেন এবং আপনার স্ত্রী যদি কনডম পছন্দ না করে, তবে সেটা বিবেচিত হতে পারে।

Bangladeshi Condom

আমাদের দেশের সদ্য প্রাপ্তবয়স্ক পুরুষরা ফার্মেসীতে কনডম কিনতে গিয়ে অনেক সময় বিব্রতকর অবস্থায় পড়েন আবার অনেক সময় দোকানির প্রশ্নের মুখেও পড়েন। অনেক সময় এমনও দেখা যায় যে, নব বিবাহিত পুরুষরা ফার্মেসীতে কনডম কিনতে গিয়ে একদিকে যেমন লজ্জার সম্মুখীন হন, অপরদিকে কেউ কেউ প্রশ্নেরও সম্মুখীনও হন। এর জন্য মূলত দায়ী আমাদের সমাজব্যবস্থা। আমাদের দেশে বর্তমানে দেশী ব্রান্ডের কনডমের পাশাপাশি বিদেশী ব্রান্ডের কনডমও পাওয়া যাচ্ছে। নিম্নে বিভিন্ন দেশী-বিদেশী ব্রান্ডের কনডম নিয়ে আলোচনা করা হলোঃ

বাংলাদেশে কি কি কনডম পাওয়া যায়?

দেশী কনডম

দেশী কনডমগুলোর মধ্যে সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) এর কনডমের চাহিদা বেশী। কিন্তু সম্প্রতি কনডমের দাম লাগামহীনভাবে বৃদ্বি পাচ্ছে। নিম্নে এসএমসি এর সেরা কয়েকটি কনডম নিয়ে আলোচনা করা হলোঃ

১. প্যানথারঃ (Panther) এসএমসি এর প্যানথার কনডমটি ৮০ দশক থেকে জনপ্রিয়। বর্তমানে প্যানথার ডটেড বেশ জনপ্রিয়। প্যানথার কনডমগুলোর ফিটিং ভালো।

Panther Condom Youtube Ad

https://youtu.be/fe_C700LR2Y

 

বাংলাদেশে ভালো কনডম হচ্ছে প্যানথার। এটি খুব ভালো মানের এবং বহুল প্রচলিত।  এর প্রতি প্যাকের মূল্য ১৫টাকা। ১ প্যাকে ৩টা কনডম থাকে| প্রতি পিস কনডমের দাম ৫টাকা।

২. স্যানসেশনঃ (Sensation) দেশী কনডমগুলোর মধ্যে এসএমসি এর স্যানসেশন কনডমও বেশ জনপ্রিয়। স্যানসেশন ক্ল্যাসিকের পাশাপাশি ফ্লেভারের মধ্যে চকলেট এবং স্ট্রবেরী বেশ জনপ্রিয়। ফ্লেভারড কনডমগুলো ডটেড। কনডমগুলোর ফিটিং বেশ ভালো।

Sensation Condom Youtube Ad

https://www.youtube.com/watch?v=PTi3A8p4GYw

 

৩. ইউ এন্ড মিঃ (U & Me) এসএমসি এর ইউ এন্ড মি কনডমটিও বেশ জনপ্রিয়। এই ব্রান্ডের কনডমগুলো বেশ পাতলা এবং ফিটিংও ভালো। এই ব্রান্ডের ৩টি ফ্লেভারের কনডম পাওয়া যায়। ফ্লেভারগুলো হলোঃ এনাটমিক (Anatomic), লং লাভ (Long Love) এবং কলোন (Colone)।

U & Me Condom Youtube Ad

https://youtu.be/cYBGOOaePYQ

এছাড়া ‘হিরো’ এবং ‘রাজা’ কনডম বিভিন্ন ফার্মেসীতে পাওয়া যায়।

রাজা কনডম এর অ্যাড

বাংলাদেশের রাজা বেলুন(রাজা কনডম) এর ৮০'র দশকের বিজ্ঞ্যাপন

 

প্রতিনিয়ত নতুন নতুন ব্রান্ডের কনডম তৈরি হচ্ছে। তাই কত ধরনের তা বলা মুশকিল। তবে বিভিন্ন ফ্লেভারের কনডম পাওয়া যায়। বর্তমানে উপমহাদেশে ম্যনফোর্স এর কনডম সবচেয়ে ভাল। এগুলা ব্লু বেরি, স্ট্রবেরি, ব্লাকবেরি ইত্যাদি ফ্লেভারের পাওয়া যায়। এটা ৮০ টাকা থেকে ২৫০০ টাকা পর্যন্ত হয়।

ডটেড কনডমের ছবি

ডটেড কনডমের ছবি
ডটেড কনডমের ছবি

বিদেশী কনডম

বাংলাদেশে বর্তমানে বিদেশী কনডমও পাওয়া যাচ্ছে। বিদেশী ব্রান্ডগুলোর মধ্যে মুডস, ডিউরেক্স, কোরাল এবং ক্যারেক্স বেশ প্রচলিত। নিম্নে বিদেশী ব্রান্ডের কনডমগুলো নিয়ে আলোচনা করা হলোঃ

১. মুডসঃ (Moods) বিদেশী কনডমগুলোর মধ্যে মুডস সর্বাধিক জনপ্রিয়। বর্তমানে মুডস ২৩টি ফ্লেভারের ল্যাটেক্স কনডম বাজারজাত করছে। এ কনডমগুলো ইমপোর্টেড এবং বাংলাদেশে এ ব্রান্ডের ৫টি ফ্লেভার পাওয়া যায়। ফ্লেভারগুলো হলোঃ ডটেড (Dotted), অলনাইট (Allnight), রিবড (Ribbed), চকলেট (Chocolate) এবং স্ট্রবেরী (Strawberry)।

Moods Condom Youtube Ad

Moods Condom

 

২. ডিউরেক্সঃ (Durex) বিদেশী কনডমগুলোর মধ্যে ডিউরেক্সও বেশ জনপ্রিয়। বর্তমানে ডিউরেক্স ১০টি ফ্লেভারের ল্যাটেক্স কনডম বাজারজাত করছে। এ কনডমগুলো ইমপোর্টেড এবং বাংলাদেশে এ ব্রান্ডের ৩টি ফ্লেভার পাওয়া যায়। ফ্লেভারগুলো হলোঃ ফেদারলাইট (Fetherlite), এক্সট্রাসেফ (Extrasafe) এবং প্লেজারম্যাক্স (Pleasuremax)।

Durex Condom Youtube Ad

https://youtu.be/Iltwp7qT18A

৩. কোরালঃ (Coral) বিদেশী কনডমগুলোর মধ্যে কোরাল বেশ জনপ্রিয়। বর্তমানে কোরাল ৬টি ফ্লেভারের ল্যাটেক্স কনডম বাজারজাত করছে। এ কনডমগুলো ইমপোর্টেড এবং বাংলাদেশে এ ব্রান্ডের সবগুলো ফ্লেভারই পাওয়া যায়। ফ্লেভারগুলো হলোঃ সালসা (Salsa), গেলাটো (Gelato), এ্যামোর (Amore), পার্লা (Perla), সেটা (Seta) এবং ফ্রুটে (Frutte)।

৪. ক্যারেক্সঃ (Carex) বিদেশী কনডমগুলোর মধ্যে ক্যারেক্স কনডম বাংলাদেশে পাওয়া যাচ্ছে। এ কনডমগুলো ইমপোর্টেড এবং বাংলাদেশে এ ব্রান্ডের ক্ল্যাসিক ফ্লেভার পাওয়া যায়।

মনে রাখবেনঃ কনডম কেনার সময় খেয়াল রাখবেন যে, কনডম ডটেড কিনা। কারণ ডটেড কনডম না হলে আপনার সঙ্গীনি মোটেও যৌন আনন্দ উপভোগ করতে পারবে না। এছাড়া চেষ্টা করবেন ফ্লেভারড কনডম কিনতে। বিভিন্ন কোম্পানির ফ্লেভারড ডটেড কনডম রয়েছে। ফ্লেভারের মধ্যে স্ট্রবেরী ও চকলেট মেয়েদের পছন্দ। আর কনডম কেনার সময় অবশ্যই মেয়াদ দেখে নিবেন। তিন বছরের পুরোনো কনডম ব্যবহার করবেন না। তাই কনডম কেনার সময় ব্যাপারগুলো খেয়াল রাখবেন।

নরমাল কনডমের চেয়ে ডটেড কনডম ব্যবহার করে যৌনমিলন করলে বেশী মজা পাওয়া যায়, এছাড়া আলট্রা থিন কনডমগুলোও সম্প্রতি বেশ জনপ্রিয় হচ্ছে। তবে বর্তমানে অনেক দম্পতিই নরমালের তুলনায় বিভিন্ন ফ্লেভারের ডটেড কনডম পছন্দ করে।


Discover more from Health Bangla

Subscribe to get the latest posts sent to your email.

Leave a ReplyCancel reply

error: Content is protected !!

Discover more from Health Bangla

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Exit mobile version