মহিলাদের সাদা স্রাব

মহিলাদের সাদা স্রাব – লিউকোরিয়া

শ্বেতপ্রদর আমাদের দেশের সবারই জানা একটি নাম। আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে একে বিভিন্ন নামে নামকরণ করা হয়ে থাকে। যেমন সাদা স্রাব, প্রমেহ, মেহ ইত্যাদি। অনেকের ধারণা, শ্বেতপ্রদর বা লিউকোরিয়া কোনো একটি রোগের নাম, কথাটি সত্য নয়। এ নামে কোনো রোগ নেই। এটি একটি উপসর্গ মাত্র। যোনির নিঃসরণকেই শ্বেতপ্রদর বা লিউকোরিয়া বলা হয়। বিভিন্ন কারণে শ্বেতপ্রদর হতে পারে এবং সেই কারণের ওপর নির্ভর করবে নিঃসরিত স্রাবের রঙ কী হবে?

মহিলাদের সাদা স্রাব – লিউকোরিয়া

শ্বেতপ্রদরের অন্যতম ও প্রধান কারণ হচ্ছে যোনিপথের ইনফেকশন বা জীবাণুদূষণ, এমনকি সে ক্ষেত্রে যদি নিঃসরণ কোনোরকম ইনফেকশন ছাড়াও ঘটে তবে তাকেও শ্বেতপ্রদর বা লিউকোরিয়া হিসেবে চিহ্নিত করা হয়। এমনো যদি হয় যে যোনি বা জরায়ুগ্রীবায় ক্যান্সারের কারণেও রক্তাভ যোনি নিঃসরণ ঘটে তাকেও লিউকোরিয়া ধরা হয়। উপরে উল্লেখ করা হয়েছে যে লিউকোরিয়ার প্রধান কারণ ইনফেকশন। প্রধান যে দুটি জীবাণু লিউকোরিয়ার জন্য দায়ী তা হলো ট্রাইকোমোনাস ভ্যাজিনালিস এবং ক্যানডিডা অ্যালবিকানস। দুটি রোগই যৌনমিলনের মাধ্যমে ছড়ায়। এর ভয়াবহতার গুরুত্ব বিবেচনা করে রোগ দুটিকে লঘু যৌনরোগ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়াও গার্ডনেরেলা ভ্যাজিনালিস, মাইকোপ্লাসমা হোমিনিস, ইউরিয়াপ্লাসমা ইউরিয়া লাইটিকাম, গনোকক্কাস, ক্লামাইডিয়া, হারপিস সিমপ্লেক্স ইত্যাদি জীবাণুর কারণে বিভিন্ন রকমেরও রঙের নিঃসরণ ঘটতে পারে। তবে এ প্রতিবেদনে মূলত প্রথম গুরুত্বপূর্ণ দুটো জীবাণুর ওপরই আলোচনা সীমিত রাখা হবে।

 

ক্যানডিডিয়াসিস: এর আরেকটি নাম মনিলিয়াসিস এবং এ রোগ যে ছত্রাক জীবাণু দিয়ে হয় সে জীবাণুটির নাম ক্যানডিডা অ্যালবিকানস। অতি প্রাচীন এ রোগ। তবে এ জীবাণু আবিষ্কৃত হয়েছে ১৯৩৯ সালে। যে বিজ্ঞানী একে আবিষ্কার করেন তার নাম ল্যানজেনবেক। এ জীবাণুগুলো মুখ, গলা, বৃহদন্ত্র এবং যোনিপথে সচরাচর সংক্রমণ ঘটায়। তারা ভেজা এবং গরম স্থানে অতি সহজেই আক্রমণ ঘটাতে সক্ষম। তবে শুষ্ক স্থানে (ত্বকে) তারা কখনোই আক্রমণ ঘটাতে পারে না। তাই তারা মুখ থেকে শুরু করে ফুসফুস, যোনি, ভেজা ত্বকে বা চামড়ার ভাঁজ, অন্ত্রনালি ইত্যাদি স্থানে সংক্রমিত হয়। এটা নারী বা পুরুষ উভয়ের ক্ষেত্রেই সংক্রমিত হয়ে থাকে।

Full Body Massage করে ঠিক রাখুন Body Shape, পান ভালবাসা আরও বেশি। দেখে আসুন এক্সারসাইজগুলো, এই ব্যায়াম সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং বাসায় ম্যাসাজ নিতেঃ ০১৯১২-৬১৩৩৭৪

পুরুষের ক্ষেত্রে উপসর্গ : পুুরুষের ক্ষেত্রে প্রস্রাবের সময় জ্বালাপোড়া বা যন্ত্রণা অনুভূত হয়। প্রস্রাবের পথে চুলকানি এবং সাদা পদার্থের নিঃসরণ যা পরিমাণে খুবই কম হয়ে থাকে। পুরুষের ক্ষেত্রে প্রস্রাবের নালির অগ্রভাগে লক্ষ্য করলে প্রদাহজনিত লালচে ভাব দেখা যায়। মহিলাদের অনেক ক্ষেত্রেই এ রোগের কোনো উপসর্গ থাকে না। যাদের থাকে তাদের সাদা স্রাব বা অন্য রঙের যোনি নিঃসরণ, যোনিপথের চুলকানি, প্রস্রাবের পথে জ্বালা-যন্ত্রণা, কারো কারো ক্ষেত্রে সহবাসের সময় ব্যথা ইত্যাদি উপসর্গ দেখা যায়। যোনিপথ পরীক্ষা করলে প্রদাহের কারণে ফোলা লালচে ভাব দেখা যায় এবং ভেতরে যে নিঃসরণ দেখা যায় তা পানির মতো এমনকি চুনের পানির মতো দেখা যেতে পারে।

রোগ নির্ণয় : এ ক্ষেত্রে ল্যাবরেটরিতে পরীক্ষা করে ছত্রাক নির্ণয় করা যায় ঠিকই তবে সাধারণত তা করা হয় না। রোগের উৎসর্গ বা লক্ষণ শুনেই চিকিৎসা দেয়া হয়ে থাকে। একটা কথা জেনে নেয়া প্রয়োজন যে এ জীবাণু আমাদের দেহে বিশেষ করে গলা, মুখে, বৃহদন্ত্রে, যোনিপথে, পরজীবী হিসেবে কোনোরকম ক্ষতি করা ছাড়াই মানবদেহে বসবাস করে। তবে নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রে, অন্তঃসত্ত্বা হলে, ডায়াবেটিক দেখা দিলে, কার্টিসোন গ্রুপের ওষুধ সেবন করলে, স্বাস্থ্যহীনতা ও দুর্বলতায় ভুগলে, বেশি পরিমাণ অ্যান্টিবায়োটিক খেলে, জন্মনিয়ন্ত্রণ বড়ি খেলে, খাবারে বেশি পরিমাণ সুগার খেলে দেহের অভ্যন্তরে (বৃহদন্ত্রের) নিষ্ক্রিয় জীবাণু সক্রিয় হয়ে ওঠে এবং আবার দেহে ত্বরিত আক্রমণ ঘটায়।

ট্রাইকোমোনিয়াসিস

ট্রাইকোমোনিয়াসিস : এ রোগের জীবাণুটির নাম ট্রাইকোমোনাস ভ্যাজিনালিস। ভ্যাজিনালিস শব্দটি শুনে মনে হয় যেন ভ্যাজিনা থেকে এসেছে ভ্যাজিনালিস শব্দটি। সে কারণে স্বাভাবিকভাবেই মনে হয় যেন এ রোগ বুঝি শুধু মহিলাদের হয়। আসলে কিন্তু তা নয়। নারী-পুরুষ উভয়েরই এ রোগটি হতে পারে। জীবাণু দেখতে ডিম্বাকৃতির এবং শ্বেতকণিকার চেয়ে কিছুটা বড়। এ জীবাণুটি যোনিপথ ছাড়াও কিডনিতন্ত্রের নিচের অংশে আক্রমণ ঘটাতে সক্ষম। এটিও অন্যান্য যৌনরোগের মতো সহবাসের মাধ্যমে একের থেকে অপরের দেহে সংক্রমিত হয়। আক্রান্ত রোগীর অন্তর্বাস ব্যবহার করলে সংক্রমিত হতে পারে। জীবাণু শরীরে প্রবেশের ৪ থেকে ১২ দিনের মধ্যে রোগের উপসর্গ দেখা দেয়।

mastercard

উপসর্গ : অধিকাংশ আক্রান্ত পুরুষের ক্ষেত্রে এ রোগের কোনো উপসর্গ থাকে না। অনেকের ক্ষেত্রে অল্প পরিমাণ মূত্রনালি নিঃসরণ থাকতে পারে। প্রস্রাবের রাস্তায় সামান্য জ্বালা-যন্ত্রণাও থাকতে পারে। মহিলাদরে ক্ষেত্রে যোনির নিঃসরণ যা পাতলা থেকে শুরু করে হলদে রঙের হতে পারে। যোনিপথের চুলকানি, তলপেটের ব্যথা, ঘন ঘন প্রস্রাব হওয়া এবং জ্বালা-যন্ত্রণাও একসঙ্গে থাকতে পারে। এ রোগটি নির্ণয়ের ক্ষেত্রে সাধারণত ল্যাবরেটরি পরীক্ষার সাহায্য ছড়াই চিকিৎসা দেয়া হয়ে থাকে। তবে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্য রোগটি শনাক্ত করা যায়।

 

চিকিৎসা : এ ক্ষেত্রে অন্যান্য যৌনরোগের মতোই স্বামী-স্ত্রী দুজনের একসঙ্গে চিকিৎসার প্রয়োজন। ট্যাবলেট মেট্রোনিডাজল ২৫০ মিলিগ্রাম রোজ তিনবার সাত দিন পর্যন্ত দিতে হবে। অথবা একসঙ্গে ২ গ্রাম মেট্রোনিডাজল অর্থাৎ ৪০০ মিলিগ্রামের সাড়ে চারটি বড়ি একসঙ্গে খেতে হবে। ক্যানডিডা অ্যালবিকানসের ক্ষেত্রে ক্লোট্রিমাজল ১% ভ্যাজিনাল ক্রিম ব্যবহার করা যেতে পারে। ক্লোট্রিমাজল ভ্যাজিনাল ট্যাবলেট রোজ দুবার ছয় দিন পর্যন্ত ব্যবহার করলেও খুব ভালো ফল পাওয়া যায়।

লেখক : ডা. দিদারুল আহসান

চর্ম, অ্যালার্জি ও যৌনরোগ বিশেষজ্ঞ

চেম্বার : আল-রাজী হাসপাতাল

১২ ফার্মগেট, ঢাকা।

72 thoughts on “মহিলাদের সাদা স্রাব – লিউকোরিয়া”

  1. আমার যোনির মুখে চুল কায় অনেক ফুলেযায়/ ঘন ঘন প্রসাব লাগে/ যোনির মুখ খুব চটচটে থাকে/ বযস বইশ
    বর/ অবিবাহিত

  2. aamar bomi bomi lage …………paykhanar rastay crimi chulkay abendazole kheyechi kaj hoy nai akhon ki korte pari akto doya kore bolben age 23 male dhaka………

  3. হ্যালো ..আমি পাম্প রায় , বয়স :- ৩২ , বিবাহিত ….গত এক বছর হলো আমার যোনির মুখে মাঝে মাঝেই চুলকায় …সাদা স্রাব হয় …র যোনির মুখটা একটু লালচে হয়ে যায় …intercourse করলে বেশি হয় …..র আমরা কোনো প্রটেকশন ছাড়াই সেক্স করি …..আমি খুব চিন্তায় আছি ডাক্তার দেখিয়েছি সিফ্রণ – ৫০০ খাচ্ছি ..কিন্তু পার্মানেন্ট কোনো সল্যুশন হচ্ছে না……..please আপনি যদি কোনো সাজেশন দেন খুব উপকৃত হই …

    1. Fungal Infection এর জন্য এরকম হতে পারে, বাজারে Dancel Shampoo পাওয়া যায়, তা দিয়ে যোনির মুখ পরিষ্কার করবেন নিয়মিত

  4. suparna bagchi

    Amar boyos 20. 1.5 bachor holo beye hoyeche.amar beyey kichu ager thakei shadasrab hoy anek doctor dekheachi kono fill hoyne .apani Jodi oshud er name bole Dan beta indiay paoya jabe

    1. ইন্ডিয়া তে ওষুধের নামের ব্যাপারে একটু confused। Tab. Ciprofloxacin (500mg) 1+0+1 – 7 days, Tab. Metronidazol (400mg) 1+1+1 – 5 days, Tab Fluconazol (50mg) 0+0+1 – 7 days খাবেন। ওষুধ গুলো অন্য নামেও পাওয়া যেতে পারে।

  5. amar age 28 .unmarried. sada srab akto akto Kore protidin jay.masik thik nai.Doctor dekhiechi kono problem nai.iron tab thete boleche.khai pore tol pete chap die biam korle masik hoy think date a.kinto amnite hoyna.akhon ami ki korbo.sada srab maje maje besi hoy r tol pete pain hoy.Ami ki korbo?

  6. satyabrata Roychoudhury

    আমার বয়স ৪০ আমাদের বিয়ে ১২ বছর হয়েছে। ৮ বছর স্নতান আছে। আমাদের দাম্পত্য জিবন সুখি। আমরা দুজনে সংগে সেক্স করার সুময় আমি স্ত্রী যনিদারে জিব দিয়ে সেক্স করি, এবং স্ত্রি আমারটা চোসে, এতে আমাদের শরিরে কোন ক্ষতিকর হবে কি? এই নিয়ে চিন্তাই থাকি।কিন্তু আমরা দুজনে খুব উপভোগ করি।সেক্স খেলে কি ক্ষতি হয়? একটু জানাবেন।

    1. না এতে কোন সমস্যা হবে না। তবে যৌন কাজের আগে দুজনের লিঙ্গ ভাল করে ধুয়ে নিবেন।

          1. Eta Dhaka te Shahbag er kacher Medicine Dokan gulote paben. Sex er shomoy jekono lubricants use na kore durex use korata onek better. Tobe Dhaka chara bangladesh er bairer jela gulote Durex lubricants paoa kosto hobe.

  7. Amar sada sharab Sob samay baaroy abong khub durgandha are tall pataay khube batha koray. Kidhay o painaa. Plz solve and advise the said problems.

        1. Shada Srab bondho korar jonno, nicher oshudh gulo khete hobe:

          Tab. Flamyd (500mg) 1+1+1 – 5 Days
          Tab. Clavusef (500mg) 0+1+0 – 5 Days
          Cap. Flugal (50mg) 0+0+1 – 1 Week

          Ei 3 Ta Continue korle Shada Srab bondho hoye jabe.

  8. Sex korar somoy amar wife er joni poth sukay jay,se khub betha pay,pore jalapura kore bitore,amon somossay arek jon k bollen..dulex lubricant use korte,
    Ami jante chacci ar ki kono isthayi solution nai???

    1. Shada Srab bondho korar jonno, nicher oshudh gulo khete hobe:

      Tab. Flamyd (500mg) 1+1+1 – 5 Days
      Tab. Clavusef (500mg) 0+1+0 – 5 Days
      Cap. Flugal (50mg) 0+0+1 – 1 Week

      Ei 3 Ta Continue korle Shada Srab bondho hoye jabe.

  9. amr r akta pblm ahcai saita holo amr wife r Joni Boro hoiya gaica akn Ami ager moto sex korai moja pai nah.Joni tid korar kno osud ahcai apu

  10. Amr Feb ar 13tarik period hoachilo, aj March ar 13tarik akhono period hoi ni,Feb a period ar ses hwr por ami amr husband ar sathe sex krechi, nd unwanted 72kheyechi. Akhn bujhte parchi na akhono period holo na ae month a. Solution chai.

      1. আমার বয়স ২১বছর। আমি বিবাহিত।আমার গন গন পস্রাব হচ্চে।পস্রাব করার সময় পস্রাবের জায়গায় জন্তনা করে।পস্রাবের সাথে লিকুরিয়া বের হয়।এখন কি করবো pls bolben

  11. Amar wife 2.5 masher pregnent. 6/7 din jabot shada srab hosse dine 1/2 bar r aktu chulkasse. wife bolse ata naki tar kom khabar karone saririk durbolatar jonno hosse… ata tik kina? r ai shomoye sohobas kora uchit kina? Medicine shoho poramorsho dile kretoggo thakbo..please.

  12. ami mila. age 16..amr period hoica gotho porsho kinto blood potome gaca akn pani jasca sdo..gotho mase ae amon hoicilo.. ata kno hosca. akn ami ki korvo plz bolben..

  13. helle ami raj . resent amar bow er ekta problem hoiche.. jeee or sada srab hochee.. r .milon er somay joni poth prochur jala korche.. please ki khele ai sommosha theke somadhan pabo bolun.

  14. kotha,age 17.. bibahito
    period tikmoto hoy na koyak mas.pate batha kore.pater nechar dikta aktu fapa asa 15 din jabot.
    condom use kori.pregnent kina chak korase.nagative.
    pls help me

  15. Age : 24(F) Sada srab Durgondho ache – daily beshi porimane ber hole :
    Tab. Flamyd (500mg) 1+1+1 – 5 Days
    Tab. Clavusef (500mg) 0+1+0 – 5 Days
    Cap. Flugal (50mg) 0+0+1 – 1 Week
    Apnar suggest kora ei medicine khelei hobe & eishob medicine er ki kono side effect achhe?
    Waiting for your kind reply asap. Thank you.

  16. amr biye hoyeche ai 4months..ager 13rd a August a periods hoyechilo r ami 17th August a I-pill kheyechilm….amr ai month a akhno periods hoyni….majhe majhe pet komor a pain hocche..ami khub tension a achi…..22th September a pregnancy test korechilm barite negetive hoyeche..bt akhno Periods hocche na…ami ki pregnant?plzz help me

    1. Means hober 1din age sex Kori ,kinto regular period time over hoye gece aj 6 din holo .akon jante chay ki pblam hote pare r ki korbo?

  17. ami bibahito amar shami bairay taken.amar beshi shada srab hoy majay majay shada srab ar shatey halka blood jay.sex korer por por o majay majay shada srab ar shatey halka blood jay ami ki kortay pari please help me

        1. Sada srab Durgondho ache – daily beshi porimane ber hole :
          Tab. Flamyd (500mg) 1+1+1 – 5 Days
          Tab. Clavusef (500mg) 0+1+0 – 5 Days
          Cap. Flugal (50mg) 0+0+1 – 1 Week

  18. amar to bollen infection hoisay.ai oushud a ki kaj hobay.shada srab ar shatey to amar majay majay blood jay r sex ar por o majay majay blood jay.please help

  19. আমার বয়স বিশ।আমার লিঙ্গের নিচে দু পাশে ঘামাচির মত দেখা যায়।তা ছাড়া খারিপ কিছু ভিডিও দেখলে পিছলা পিছলা পানি বের হয়।আমার অন্ধকোষ একদম ডিল।কী করব?যদি একটু পরামশ দিতেন,তাহলে উপকার হতো।

  20. আমার লিঙ্গের নিচে মাথার দু পাশে ঘাম্মাচির মত ফোসকা।এখন কী করতে পারি?কী ঔষধ খেতে হবে?Ple..

  21. ami anta age 22..amr proscabe procor jalapora,colkay,pate batha kore..akhon ki owsod khate hobe.

    1. Apnar Urine e Infection hoyeche, Apni Sachet Fosamin, 1 glass water e gule khaben. আপনার ইউরিন ইনফেকশন ধরা পড়েছে আপনাকে প্রচুর পানি খেতে হবে ডাবের পানি খেতে হবে সাথে ফসামিন এক গ্লাস পানিতে গুলে খাবেন। ফসামিন যে কোন ওষুধের দোকানে কিনতে পাবেন দাম নিতে পারে 300 টাকার মতো।

    1. ফসামিন ওষুধ হলো স্যালাইন যে রকম থাকে সেরকম একটি প্যাকেট এটি এক গ্লাস পানিতে গুলে একবারই খেতে হবে

  22. Hallo..Mam ami ai awsok ta kiso din por por hoy…owsof khawar por 3 mas valo thaki abar hoy..sob somoy dakha dile ki osawd khaye hobe???

  23. mam amr goto mase masik 2bar hoyasa but ai mase akbaro hoyni tobe ai maser prothom dika holud srab hoyasa ak soptaho dhora abar sada srab hoy protidin
    ami bibahita 4mas holo biya korsi husband akta sorkari job kora ok or kajer okhaney thakte hoy tai soptahe 2din basai thakte pare amra akhoni baby naoar jonno prostut noy tai ami pill khai ar jonnoki ai problem hosse kina bujhta parsina solution plz mam

Leave a Reply to TUMPA mannaCancel reply

error: Content is protected !!