অণ্ডকোষের প্রদাহ

অণ্ডকোষ এর রোগগুলো | পুরুষের অসুখ

অণ্ডকোষ পুং প্রজননতন্ত্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অঙ্গ। তা ছাড়া এটা ছেলেদের শরীরের সবচেয়ে সংবেদনশীল স্থান। অথচ এই সংবেদনশীল অঙ্গ দু’টি দেহগহ্বরের বাইরে অবস্থিত। কারণ দেহের ভেতর তাপমাত্রা খুব বেশি। অধিক তাপে শুক্রাণু নিষেকের উপযোগী থাকে না, নষ্ট হয়ে যায়। তাই অণ্ডকোষ দু’টি দেহগহ্বরের বাইরে স্ক্রোটাম বা অণ্ডথলি নামের একটি থলির ভেতর থাকে। এখানে তাপমাত্রা দেহের ভেতরের চেয়ে প্রায় ছয় ডিগ্রি কম। এই তাপমাত্রা শুক্রাণু উৎপাদনের জন্য উপযোগী। অণ্ডকোষ থেকে যেমন শুক্রাণু তৈরি হয় তেমনি অণ্ডকোষ টেস্টোস্টেরন নামের পুরুষ হরমোনও তৈরি করে। বিভিন্ন কারণে অণ্ডকোষ ফুলে যেতে পারে এবং এতে ব্যথা হতে পারে।

পুরুষের অসুখ

অণ্ডকোষ দু’টি অনেকটা ডিম্বাকৃতির শক্ত কিন্তু কিছুটা তুলতুলে অঙ্গ। এতে দু’ধরনের কোষ থাকে। লিডিগ কোষ ও জনন কোষ। লিডিগ কোষ থেকে পুরুষ হরমোন টেস্টোস্টেরন তৈরি হয়। আর জনন কোষ থেকে শুক্রাণু তৈরি হয়। অণ্ডকোষের শেষ প্রান্তে থাকে এপিডিডাইমিস। এই এপিডিডাইমিস ভাস ডিফারেন্স তৈরি করে। ভাস ডিফারেন্স হলো এক ধরনের মাংসল বাহিকা। এটি অণ্ডথলি থেকে বের হয়ে বস্তিদেশের নিচের অংশে ঢুকে যায়। এখানে এই বাহিকা সেমিনাল ভেসিকলের বাহিকার সাথে মিলে একটি সাধারণ বাহিকা তৈরি করে। এই বাহিকাটি প্রোস্টেটের ভেতরে মূত্রনালীর সাথে মেশে।

অণ্ডথলিতে অণ্ডকোষ এবং শুক্রাণু পরিবহনের এই বাহিকা ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ অঙ্গ রয়েছে। এসব অঙ্গ হলো অণ্ডকোষের রক্তবাহিকা, লসিকা গ্রন্থি ও লসিকা নালী, অণ্ডকোষের স্নায়ুতন্ত্র, স্পার্মাটিক কর্ড, কর্ডের চার দিকে ক্রিমেসটেরিক পেশি। অণ্ডথলির ভেতরের যেকোনো অঙ্গই অণ্ডকোষ ফুলে যাওয়ার এবং অণ্ডকোষে ব্যথা হওয়ার কারণ হতে পারে। এ ছাড়া অন্যান্য কিছু কারণে অণ্ডকোষ ফুলে যেতে (যেমন- ইঙ্গুইনাল হার্নিয়া) ও অণ্ডকোষে ব্যথা (বৃক্কে পাথরের রেফারড্ ব্যথা) হতে পারে; আর এ দু’টি ক্ষেত্রে অণ্ডথলি একেবারেই স্বাভাবিক থাকে।

অণ্ডকোষ ফুলে যাওয়ার এবং এতে ব্যথা হওয়ার কতগুলো সাধারণ লক্ষণ থাকে। অণ্ডকোষে ব্যথা হওয়ার আগে অনেকে অণ্ডথলিতে আঘাত পেতে পারেন। অনেকের অণ্ডকোষে ধীরে ধীরে আবার কারো অণ্ডকোষে খুব দ্রুত ব্যথা অনুভব হতে পারে। এ সময় অণ্ডথলি ফুলে যায়, ছুঁতে গেলে ব্যথা লাগে, অণ্ডথলির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যেতে পারে এবং অণ্ডথলির স্বাভাবিক রঙের পরিবর্তন ঘটতে পারে। এ ধরনের অনেক রোগীর জ্বরও থাকে। নিচে অণ্ডকোষের কিছু সাধারণ রোগ সম্বন্ধে আলোচনা করা হলো।

অণ্ডকোষের টর্সন: এ রোগটি সাধারণত অল্প বয়সী ছেলে ও যুবাদের রোগ। তবে যেকোনো বয়সের পুরুষই এ রোগে আক্রান্ত হতে পারেন। শতকরা প্রায় ২৫ ভাগ ক্ষেত্রে বড়রা এ রোগে আক্রান্ত হন। এটি সাধারণত একটি অণ্ডকোষেই হয়। যদি কোনো অণ্ডকোষের সাথে স্পার্মাটিক কর্ডের খুব সরু সংযোগ থাকে তাহলে এ রোগটি হয়। এ ক্ষেত্রে স্পার্মাটিক কর্ডটি হঠাৎ পেঁচিয়ে যায় ও ঘুরে যায়।

অণ্ডকোষের টর্সন
অণ্ডকোষের টর্সন

সাথে সাথে অণ্ডকোষটিও ঘুরে যায়। স্পার্মাটিক কর্ডের পেঁচানো অংশটি অণ্ডকোষের রক্তবাহিকা বন্ধ করে দেয়। বেশিক্ষণ এই অবস্থা থাকলে রক্তপ্রবাহের অভাবে অণ্ডকোষ স্থায়ীভাবে নষ্ট হয়ে যেতে পারে। দু’টি অণ্ডকোষই এভাবে নষ্ট হয়ে গেলে আক্রান্ত পুরুষ বন্ধ্যা হয়ে যায়। অণ্ডকোষের টর্সন হঠাৎ করেই হয়। তবে কখনো কখনো এটা ব্যায়ামের পর, বিশ্রামের সময় এমনকি ঘুমের মধ্যেও হতে পারে। টর্সন হওয়ার সাথে সাথে রোগীর অণ্ডকোষে খুব ব্যথা হয়। তবে কারো কারো ক্ষেত্রে মৃদু ব্যথাও হতে পারে। এ সময় অনেকের বমি বমি ভাব এবং কারো বা বমি হয়। আক্রান্ত অণ্ডকোষটি ফুলে যায় এবং একটু ওপর দিকে উঠে যায়। অণ্ডকোষের টর্সন একটি জরুরি অবস্থা, এ রকম অবস্থা হওয়ার সাথে সাথেই রোগীর অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত। একটি অণ্ডকোষের টর্সন হলে অপর অণ্ডকোষটিরও টর্সন প্রতিরোধী চিকিৎসা করানো প্রয়োজন। কারণ যার একটি অণ্ডকোষের টর্সন হয়েছে তার অন্য অণ্ডকোষটিরও টর্সন হওয়ার সম্ভাবনা খুব বেশি।

অণ্ডকোষের প্রদাহ : এটা অণ্ডকোষের এক ধরনের সংক্রমণ। এ রোগে আক্রান্ত রোগীর অণ্ডকোষে প্রচণ্ড ব্যথা হয়, সাথে সাথে অণ্ডকোষ ফুলে যায় এবং স্ক্রোটাম লাল হয়ে যায়। রোগীর প্রচণ্ড জ্বর হয়।

অণ্ডকোষের প্রদাহ
অণ্ডকোষের প্রদাহ

এ রোগে রোগীর রোগ যন্ত্রণা এতই বেশি হয় যে, সে নিজেই যতটা তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের শরণাপন্ন হয়। বেশির ভাগ রোগীরই সাধারণত মাম্পস, অরকাইটিস হয়। কিন্তু সমস্যা হলো মাম্পস অরকাইটিসের তেমন কোনো ফলদায়ী চিকিৎসা নেই। ফলে এ রোগে অণ্ডকোষের কলাতন্ত্র স্থায়ীভাবে নষ্ট হয়ে যেতে পারে। এতে পুরুষের উর্বরতাও নষ্ট হয়ে যায়।

সংক্রমণের জন্য প্রদাহ : এ ধরনের সংক্রমণের মধ্যে এপিডিডাইমিসের প্রদাহ বা এপিডিডাইমাইটিস প্রধান। এই রোগটি ব্যাক্টেরিয়া সংক্রমণের ফলে হয়ে থাকে। সাধারণত ২০ থেকে ৩০ বছর বয়সী পুরুষ যারা যৌন সক্রিয়, তারাই এ রোগে অধিক পরিমাণে আক্রান্ত হয়। তবে যারা যৌন সক্রিয় নয়, তারাও এ রোগে আক্রান্ত হয়। অনেক সময় ৮০ বছর বয়সী বৃদ্ধকে এপিডিডাইমাইটিসের রোগী হিসেবে দেখতে পাওয়া যায়। এ রোগে প্রথমে প্রস্রাবে জীবাণু সংক্রমণ হয়। আস্তে আস্তে এ জীবাণু প্রোস্টেটে সংক্রমিত হয় এবং প্রোস্টেট থেকে এ রোগের জীবাণু এপিডিডাইমিসে সংক্রমণ করে। এ রোগে প্রথমে অল্প ব্যথা অনুভূত হয় এবং এক থেকে দু’দিনের মধ্যে ব্যথা বেড়ে যায়। সাথে সাথে রোগীর প্রস্রাবে জ্বালাপোড়া হয়, ঘন ঘন প্রস্রাব হয়, অনেক সময় লিঙ্গপথে পুঁজ নির্গত হয়। এসব রোগীর অল্পমাত্রায় জ্বর থাকে। তবে কারো ক্ষেত্রে ১০৪ ডিগ্রি ফারেনহাইটের মতো জ্বরও হতে পারে। যদি শুরুতেই এ রোগের চিকিৎসা না করানো হয় তবে এ রোগের কারণে পুরো অণ্ডকোষই ফুলে যেতে পারে।

হাইড্রোসিল: এ রোগে অণ্ডকোষে ব্যথা হয় না। কিন্তু অণ্ডকোষ ফুলে যায়। এ রোগ খুব ধীরে ধীরে হয় এবং অণ্ডকোষের ফোলা চোখে পড়তে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস লাগে। হাইড্রোসিল রোগে অণ্ডকোষের টিউনিকা ভ্যাজাইনালিস ও টিউনিকা অ্যালবুজিনিয়া নামের আবরণী দু’টির মাঝে তরল পদার্থ সঞ্চিত হয়।

হাইড্রোসিল
হাইড্রোসিল

তবে এ ক্ষেত্রে অণ্ডকোষটি স্বাভাবিক থাকে। এ রোগের শুরুতে তেমন কোনো সমস্যা না থাকলেও যখন হাইড্রোসিলের আকৃতি বেড়ে যায় তখন রোগী এ রোগে খুব অস্বস্তি অনুভব করে।

mastercard

স্পার্মাটোসিল: এ রোগেও কোনো ব্যথা থাকে না। তবে এতে অণ্ডকোষের ওপরের অংশ ফুলে যায়। আসলে স্পার্মাটোসিল হলো এপিডিডাইমিসে তরলপূর্ণ এক ধরনের সিস্ট। এটি ব্যথাহীন এবং মসৃণ। এ রোগের চিকিৎসা না করালেও তেমন কোনো ক্ষতি নেই।

ভেরিকেসিল: এ রোগে স্পার্মাটিক কর্ডের শিরাগুলো ফুলে যায়। এই ফোলা শিরার মধ্যে রক্ত থাকে। শতকরা প্রায় ১৫ জন পুরুষের এ রোগ দেখতে পাওয়া যায়। শতকরা প্রায় ৮০ ভাগ ক্ষেত্রেই এ রোগে বাম অণ্ডকোষটি আক্রান্ত হয়।

ভেরিকেসিল
ভেরিকেসিল

এ রোগে অণ্ডকোষ ফুলে যায় এবং স্ক্রোটাম কিছুটা নীলচে রঙ ধারণ করে। দাঁড়ালে অণ্ডকোষের ফোলা তুলনামূলকভাবে বেড়ে যায়। এ রোগটি তেমন ক্ষতিকারক নয়। তবে এসব রোগীর বন্ধ্যত্ব থাকতে পারে। শল্য চিকিৎসার মাধ্যমে এ রোগের চিকিৎসা করা যায়।

অণ্ডকোষে আঘাত: যেহেতু স্ক্রোটাম দেহগহ্বরের বাইরে অবস্থিত তাই এতে সহজেই আঘাত লাগতে পারে। স্ক্রোটামে সামান্য আঘাত লাগলেই খুব বেশি ব্যথা অনুভূত হয়। এই ব্যথা কয়েক মিনিটের মধ্যেই ভালো হয়ে যায়। কিন্তু ব্যথা যদি অল্প সময়ের মধ্যে না কমে এবং স্ক্রোটাম ফুলে যেতে থাকে তাহলে এটা সত্যিকারের চিন্তার বিষয়। কারণ এ ধরনের আঘাতের ফলে অণ্ডকোষে রক্তপাত হওয়া এবং অণ্ডকোষ ফেটে যাওয়ার আশঙ্কা থাকে। এ অবস্থায় একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।

অণ্ডকোষের ক্যান্সার: অনেক রোগীই অণ্ডকোষ ফুলে যাওয়াকে অণ্ডকোষের ক্যান্সার মনে করেন এবং এ জন্য অহেতুক ভয় পান। আসলে কিন্তু খুবই কম মানুষেরই এ রোগ হয়। অণ্ডকোষের ক্যান্সার সাধারণত ১৫ থেকে ৪০ বছর বয়সী পুরুষদের হয়ে থাকে। এ রোগের কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে যাদের জন্মের সময় অণ্ডকোষ অণ্ডথলির বাইরে থাকে (যেমন- ইঙ্গুইনাল ক্যানেল, উদর গহ্বর ইত্যাদি) তাদের অণ্ডকোষের ক্যান্সার হওয়ার আশঙ্কা সাধারণ পুরুষের চেয়ে ১১ গুণ বেশি।

অণ্ডকোষের ক্যান্সার
অণ্ডকোষের ক্যান্সার

অণ্ডকোষের ক্যান্সারে যেকোনো একটি অণ্ডকোষে একটি শক্ত গোটা হয়। তবে কিছু কিছু ক্যান্সারে সমস্ত অণ্ডকোষ বড় হয়ে ফুলে ওঠে এবং এটা কিছুটা তুলতুলে অথচ শক্ত হয়। সাধারণত এ রোগে অণ্ডকোষে কোনো ব্যথা হয় না। তবে কারো কারো ক্ষেত্রে অণ্ডকোষে হালকা ব্যথার ভাব হতে পারে এবং অণ্ডকোষটি খুব ভারী মনে হতে পারে। যদিও ক্যান্সারের নাম শুনলেই মনে খুব ভয় হয়, আসলে শুরুতেই রোগ নির্ণয় করা গেলে চিকিৎসার মাধ্যমে এ রোগ সারানো সম্ভব। এ জন্য প্রত্যেক সচেতন পুরুষের ৪০ বছর পর্যন্ত প্রতি মাসে অন্তত একবার নিজের অণ্ডকোষ অনুভব করে দেখা উচিত যে, এতে কোনো ব্যথাহীন গোটা হয়েছে কি না।

হার্নিয়া: ভ্রণাবস্থায় মানুষের অণ্ডকোষ পেটের ভেতর থাকে। জন্মের সময় অণ্ডকোষ পেট থেকে ইঙ্গুইনাল ক্যানেলের ভেতর দিয়ে স্ক্রোটামে চলে আসে। বিভিন্ন ধরনের কলা দিয়ে এই ক্যানেল বা পথটি তখন বন্ধ হয়ে যায়। কিন্তু কোনো কারণে যদি এ রাস্তাটি পুরোপুরি বন্ধ না হয় তাহলে এ রাস্তা দিয়ে পেটের নাড়িভুঁড়িও অণ্ডথলিতে চলে আসতে পারে। একেই হার্নিয়া বলে।

হার্নিয়া
হার্নিয়া

এতে স্ক্রোটাম ফোলা দেখায়। বেশির ভাগ হার্নিয়াতেই কোনো রকমের ব্যথা হয় না এবং পেটের নাড়িভুঁড়ি সহজেই পেটে ঢুকানো যায়। তবে ইনকারসেরেটেড হার্নিয়া পুনরায় পেটে ঢুকানো যায় না। আবার যে হার্নিয়ায় পেটের নাড়িভুঁড়িতে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় তাকে স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া (strangulated hernia) বলে। অন্যান্য হার্নিয়া অণ্ডকোষের কোনো ক্ষতি করে না। তবে অনেক দিন হার্নিয়া থাকলে তা থেকে ইনকারসেরেটেড এবং স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া হয় এবং এই দু’ধরনের হার্নিয়ারই জরুরি ভিত্তিতে চিকিৎসা করাতে হয়।

মারাত্মক ইডিমা: সাধারণত অণ্ডথলির বিভিন্ন ধরনের রোগেই অণ্ডথলি ফুলে যায়। তবে কিছু কিছু মানুষের হৃৎবিকলতা, যকৃতের রোগ, বৃক্কের রোগ বা অন্যান্য কিছু বিশেষ রোগে শরীরে পানি আসে এবং শরীর অতিমাত্রায় ফুলে যায়। এই পানি পা, পেট প্রভৃতিতে জমা হওয়ার সাথে সাথে লিঙ্গ এবং অণ্ডথলিতেও জমা হয় এবং অণ্ডথলি ফুলে যায়।

আবার অণ্ডকোষের লসিকা গ্রন্থি এবং লসিকা বাহিকা বন্ধ হয়ে গিয়েও অণ্ডথলি ফুলে যায়। এ ক্ষেত্রে অণ্ডথলিটি খুব শক্ত থাকে। এ রোগকে অণ্ডথলির গোদরোগ বলে। ফাইলেরিয়া নামের এক ধরনের পরজীবী এ রোগ সৃষ্টি করে। তবে আশার কথা হলো, এ রোগ তেমন একটা হয় না বললেই চলে।

79 thoughts on “অণ্ডকোষ এর রোগগুলো | পুরুষের অসুখ”

  1. আমি বিবাহিত । আমার বয়স ১৯ আর আমার স্ত্রির বয়স ২১ ।আমরা সেক্স করার সময় আমার স্ত্রী সবসময় এক রকম মজা পায় না ।ও আমাকে বলে মাঝে মাঝে সে অনেক বেশি মজা পায়,কিন্তু সে সব সময় বা সব বার নাকি সেই বেশি মজা টা পায় না । এ অবস্তায় আমরা কি করতে পারি???

      1. কাউসার

        আচ্ছা আমি আমার গার্লফ্রেন্ডের সাথে ডেটিং এ গেলে তাকে কিসিং এবং ঘন্টা দু’এক তার সাথে থাকি। কিন্তু শারিরীক সম্পর্ক করিনা। কিছুক্ষন সেক্স হওয়ার পর আমার অন্ডকোষ খুব ব্যথা করে আবার ঘন্টা তিন’একের পর ব্যথা কমে যায়। এখন এটা তি কোন সমস্যা,,,? নাকি এটা নরমাল,,?

  2. আমার স্ত্রী র বয়স 22 আমার ও 22 বিয়ে হইছে 2বছর আমি যখন সেক্স করি প্রথম বার সব্বোচ্চ 2মিনিট থাকতে পারি। আবার 20মিনিট পরে করলে 4-5মিনিট থাকতে পারি। আবার পরের দিন করলে প্রথম বার একই রকম হচ্ছে। কিভাবে সময় বাড়াতে পারি?

  3. একসঙ্গে 3-4 বার কিছুক্ষণ পরপর সেক্স করলে 3বা 4বারের মাথায় বীর্য মাতর 2-3ফোটা বের হয়। এটা কি কোন সমস্যা হলে কি করণীয়

  4. অন্ডকোষের ক্যান্সার – আমি ৪-৫ মাস আগে ১ টা ঘামাচির থেকে বড় ফোট দেখতেপাই, যা এখন আন্জনির ডিমের মত হয়ে গেছে ও কিছু ঘামাচির মত এবং ৮/১০ আন্জনির ডিমের চেয়ে অদ্ধেক সাইজের ফোট যার ভেতরে মাংস পিন্ড এর দানার মত গোল গোল গুটি এবং জলজলে টাইপের দেখতে পাচ্ছি। আমি কোন টাইপের ডাক্তার দেখাবো। দয়া করে আমাকে help করুন।

    1. ভাই আমারো একি সমস্যা। আপনি ডাক্তার দেখিয়েছেন কি।
      ডাক্তার আপনাকে কিবলেছে, আমাকে একটু জানাবেন plz!!!

  5. amar linggo ta din din soto hoya jasca.jokon sex ota thokon linggo ta darai kisu kon por abar soto hoya jai. ame akon ki korbo amake akto poramorso deben.

  6. apu,one week agay amar back pain chilo and it was inside+under low back pain.but from three days amar right testicle ta bosha obosthae and majhe majhe onnanno time a o betha korche.but lokkhon bolte uporer bornito ektar moddhe o pore na. r 2006 saler sesh dike penis ar selai borabor skin ar niche sorisar danar moto guti guti hoyeshilo ja 1stly tiple sada danar moto ber hoto after few month seta spread hoye sob dike choria geche and hard hoyeche,obossho baire theke dekhle bujha jayna.hanter angul dia achte kore skin ar niche kochlale bojha jay…kindly suggest korben plzzz apu!!!!

  7. amr scrotam a onk gula guti uthche.agula 2 bochor er o besi somoy dhore ache.majhe majhe agula theke puj o ber hoy.ami ki korbo?

  8. ম্যাম, আমি কিছু দিন আগে মেডিকেলে ভর্তি ছিলাম। কারণ ছিল, কাশি কফ এবং পেটে ব্যাখা। আমি আগে অনেক ভাজা পোড়া খেতাম। এরপর খাওয়া ছেড়ে দিছি। গতকাল আমি ২ টা পুরি খাওয়াতে আমার পেটে আবার ব্যাথা শুরু করে। তােই আজ আমি গ্রীল আর নান ‍রুটি খেয়েছি এখন আমার অনেক ব্যাথা। আর অণ্ডকোষ পুলে গেছে।বর্তমানে আমি ইউরোম্যাক্স আ ট্রিপটিন খাই। আমার কি কোন সমস্যা হবে।

  9. অর্পন

    আমার ডান পাশের অণ্ডকোষ টি ছোট হয়ে গেছে এবং ব্যথা করে. এছাড়া তলপেটে ব্যথা ..কি করতে হবে জানালে বাধিত হব.

  10. আমার টর্সন জনিত কারনে একটি অন্ডোকোষ অন্যটির তুলনায় ছোট হয়ে গেছে,আমার মনে সেই অন্ডোকষটি তার কর্যকারিতা হারিযেছে ,এখন এ ধরনের সমস্যা থেকে আমার অন্য অন্ডোকষকে রক্ষা করতে চাইলে ,প্রতিষেধক হিসাবে কি ধরনের টিটমেন্ট নেওয়া উচিত দয়া করে আমাকে জানান…….

    1. আমার গত দু দিন ধরা একটা প্রবলেম হচ্ছে তা হলো অন্ডকোষে ব্যাথা আর তলপেটে ব্যাথা আমি কি করতে পারি দিনে বেশি বুঝা যায়না রাতে বুঝা যায়

  11. আমর টেস্টিস (অন্ডকোষ থলি) তে ছোট ছোট অনেক গুলো ব্যথাহিন গুটি হয়েছে অনেক দিন থেকে।  এর মাঝে একটা গুটি ফোড়ার মতো হয়ে পুজ বের হয়ে ছিল।  তোও আবার অনেকদিন আগে।  এখন কোন সমস্যা নেই।  তবে গুটি গুলো বাড়ছেই।
    আমার প্রশ্ন হলো এটাকি কোন খারাপ কোন রোগ।  আর এর কোন চিকিতস্য আছেকি, বা আমি এখন কি করা দরকার?
    আমার বয়স ২০ বছর।

    1. আমার নুনুর (হোল) মধ্যে অনেক গুলি ছোট ছোট গামাচির মত গুটি উঠেছে এবং একটি বড় গুটি উঠেছে তা থেকে পুজঁ পড়ে।এটা কী রোগ?এবং এখন আমি করব দয়া করে বলবেন?আমার বয়স১৮।

  12. আপু আপনার পোষ্ট টি পড়লাম। পরে বুঝলাম আমার #ভেরিকেসিল এ সমস্যা হয়েছে । আমি এখন কি করব।

  13. ভাই আমার নুনুর মাথায় কালো কালো দাগ আছে।এর কারণ কি একটু বলবেন।

  14. আমার অন্ডকোষ গুলো নিচে দিকে যায় .এখন আমি কি করবে তা জানাবে

  15. আমার প্রশ্ন হচ্ছে……..
    যদি দুটি অণ্ডকোষের একটি নিচে আর একটি উপরে থাকে তাহলে কি কোনো সমস্যা আছে???????

    আর একটা প্রশ্ন…..
    অণ্ডকোষের টর্সন হলে কি একটা ছোট আর একটা বড় দেখায়????????

    1. সঞ্জয় দাস

      apnar eta kuno boro somosa noi….tobe he besi besi pani khaben….ar ekto daktar dekhie nite paren….

  16. অণ্ডকোষ কী ৩টি হতে পারে! অর্থাৎ ২টি বড় বড় এবং ১টি ছোট??
    তাহলে ছোট টা কী?
    এই ছোট টার উপস্থিতি আমি হঠাৎ খেয়াল করছি__
    ভীষণ চিন্তায় আছি কাইকে কিছু বলতেও পাচ্ছি না__
    তাহলে প্লিজ কেউ বলেন ৩য়(ছোট) টা কী?

  17. ইয়াছিন

    আমি এখনো বিয়ে করেনি ।দুই দিন পর পর হস্তমৈথুন করি । এখন তলপেট আর অন্ডকোষে হালকা হালকা ব্যথা অনুভূত হয় এটা কি কোন সমস্যা ?

  18. আমি আজ 5মাস থেকে ভুগছি l আমার লেফট সিরা ফোলার করনে l আমার সিরা ফোলা সময় বাথা করছিল অসুধ খাবার পরে বাথা কমে জায় l কিন্তূ সিরা ফোলাটা কমেনি l

  19. আমার অন্ডকোষে ছোট ছোট কিছুগোটা হয়েছে, যা চুলকায়, মশা কামড় দিলে যেমন চুলকানের অনূভতি জাগে ঠিক তেমনই।তবে অন্য কোন সমস্যা নেই।

  20. আমার অন্ড কোষে ছোট-ছোট গোটা হয় কিন্তু ব্যাথা লাগে না কিন্তু ধরলে চুলকায় এই সমস্যা টা (02-08-2015) তারিখ থেকে।
    আর (10-09-2015) তারিখ থেকে লিঙ্গের মাথাঢ ছোট-ছোট পানি খাজলি গোটা
    আমার খুব টেনসন লাগতেছে এখন আমি কি করতে পারি
    বলবেন কি
    প্লিজ ম্যাম

  21. Amar anno kus 2 tai coto hoye jasse urolujist dr bolse a roger kono titmint nai akon ami ki korte pari plz janale Khub opkar hobe.

  22. রাকিব

    আমার ডানপাশের অন্ডকোষ ও নার্ভের সংযোগ স্থলে ছোট গোলাকার গুটির মত হয়েছে। অন্ডকোষটিতে প্রচুর ব্যাথা হয়।কি ধরনের ডাক্তার দেখাব?

  23. আমার অন্ডকোষের চামরায় কয়েক মাস হতে কানের ময়লার মত ছএাক জনিত কিছু দেখা যাচ্ছে। ও গুলো চুলকায়ও। এখন আমার কি করা উচিত। দয়া করে জানাবেন।

  24. গোটার ওপর যে চামড়া থাকে সেই চামড়ার ওপর একটা টিউমার এর মত গোটা হয়েছে এটা কি কোন সমস্যা হতে পারে? এটার কি কোন সমাধান আছে?

  25. আমার অণ্ডকোষ এর রক্তনালী ফুলে গেছে এর কি কোনো প্রতিরোধক আছে? জদি থাকে তবে please জানান।

  26. বাম পাশেরর অন্ডকোষ ফুলে গেছে হালকা ব্যাথা অনুভব হয় এবং এক্সট্রা কি একটা ধরা যাই। এর উপায় কি?

  27. সিফাত#

    ভেরিকেসিল হওয়ার কারন টা কি? এবং এটার হলে এর সমাধান পাওয়া যায় কিভাবে?? প্রিজ যানাবেন..

  28. কাউসার

    আমার অনেক্ষন যাবত সেক্স হলে অন্ডকোষ ব্যথা করে,, আবার পরে ঘন্টা তিন’এক পর ব্যথা কমে যায়। এটা কি কোন সমমস্যা??

  29. M SHARIFUL ISLAM

    আমার এক বন্ধু বয়স ২২ বিয়ে করেনি। সমস্যা হলো তার অন্ডকোষ দুটি নেই জন্ম থেকে।
    হস্তমৈথুন করলে বীর্য বাহির হয়. তার কি বিয়ে করলে কোন সমস্যা হবে?

    জানালে আমার বন্ধুর খুব উপকার হতো?

  30. জুনায়েদ

    আমার টেস্টিস একটি সঠিক স্থানে।
    কিন্তু আরেক্টি লিংগের সামন্য ডানে অবস্থান করছে।।
    এটি আমার জন্মের পর থেকেই।
    আমার কি করা উচিৎ।?
    এটা কি কনো সমস্যা তইরি করবে?

  31. আমার ডান অন্ডকোষ মাঝে মাঝে ব্যাথা করে ো সেটা ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। কোন সাজেশান দিবেন প্লিজ

  32. আমার ডান অন্ডকোষে মাঝে মাঝে ব্যাথা করে ো সেটা ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। সাজেশান দিবেন প্লিজ

  33. এস এম আলম

    আমি টেষ্টটিউব বেবী নিতে চাই? বাংলাদেশে কোথায় কত কম খরচে পাওয়া যাবে যদি ঠিকানা বলেন তাহলে ভাল হত।

  34. স্যার আমার বাম পাশের অন্ডকোষ ঝুলে গেছে এবং শিরা ফুলে গেছে মাঝে মাঝে ব্যাথা করে। আমি অপারেশন করেছিলাম কিন্তু কোনো পরিবর্তন হয়নি এখন আমার কি করনিয়। please aktu help korle krritoggo thakbo…. because I am son of a poor family….plz kindly help me…my age is 28. single in matrial status. mobile nuumber: 01930570520…jodi email koren tahoke aktu phone janaben. plz

  35. Md. Imran Hossain

    অামি কয়েক বছর যাবদ হস্তমৈথন করছি । অনেক চেষ্ট করেও অমি হস্তমৈথন ছাড়তে পরছি না ।
    আর এর ফলে আমার অন্ড কোষ ঝুলে গেছে বলে আমি মনে করছি ।
    আমার অন্ড কোষ ঝুলে গেছে কি হস্তমৈথন করার কারনে নাকি এটি অন্য কেনো রোগ ।
    আর অন্ডকোষ ঝুলে পরা এটা কি ধরনের রোগ প্লিজ রোগের নামটি উল্লেখ করবেন ?
    এখন আমার অন্ড কোষ ঝুলে পড়ার জন্য কি ধরনের চিকিসাৎ করতে হবে ?

  36. আমার অন্ডকোষ ডান দিকেরটি উপর দিকে ফুলে গেছে এবং ব্যাথা করছে ও জ্বর হচ্ছে কি করবো আমি?

  37. ইমরান সেখ

    আমার বয়স 22.
    আমার বাম অন্ডকোষে ভেরিকেসিল হয়েছে গত 5 বছর থেকে, আমার কোনো সমস্যা হইনা। এটা কীভাবে ঠিক করা যা??
    আমার কি ধরনের চিকিৎসা প্রয়োজন?
    হোমিওপ্যাথি না এলোপ্যাথী।
    জানাবেন প্লিজ।

    1. আপনি ঢাকা মেডিকেল এর সার্জারি বহির্বিভাগে যোগাযোগ করেন, খুব কম খরচে অপারেশান করাতে পারবেন।

  38. AMI BIE KARCI 2 BASAR AGE.HATAT RATE AMAR WIFE AMAR ONDAKUS A CAP DEWAR KARANE AMAR ONDAKUS FULE JAI AR PORER.AKON ONDAKUSER FULA BAB NAI SATE BETA O NAI.KINTO AKTA SAMASSA HOIE GECE AR POR TEKE AMAR SPERM COUNT VERY LOW.SPERM KAME JAWAR SATE KI ONDAKUS PULAR SATE KUNA SAMPOR K ACE KI TAKLE JANALE KUB UPOKAR HABE.AMAR SPERM KAM AR KARANE AKON AMAR WIFE PREGNENT HOSSE NA.AMI UROLOGIST DO O DEKAICI DO SAB TEST KARE AMAR SEMEN KAM PAICE AR AMAR FSH & LH HORMUNE HIGH PAICE.AKON FSH & LH KAMANER JONNO ABONG SPERM INCREASE HAWAR JANNO MEDICINE DISE AJ K 6 MAS KINTO KUNA IMPROVEMENT HASSE NA .AKON AMI KI KARBA P.PLEASE JANAILE KUN UPOKITO HABO

    1. Ha ondokosh er chap lagar fole, apnar oidiker ondokosh thik moto kaj korche na. Arekdiker ondokosh thik thakle etate kono problem hobar kotha na. Tarporero doctor ja bole, tai mene cholen.

  39. ONDOKOSH 2 TAI AMI TEST KARAICI DO BALCE ONDOKOSH NORMAL ACE ONDOKOSH A KUNA BLOCK NAI KUNA PROBLEM NA.AKTA KATA NA JANAI APNA K AMI PARTECINA AMI BIER AGE OTIRIKROKTA MUSTARBASION KARCI ATAR KARANE KI SPERM KAME JETE PARE?AR SPERM BARAR KI KUNA MEDICINE ACE TAKLE PLEASE AMA K INFORMATION DEN.DILE KUB UPOKITO HABO .

  40. আমার অন্ড কোষে চুল্কাই চুলকানুর ফলে দানার মতো হয়েছে। চুল্কানু কয়েকদিন বন্ধ করলে যে দানার তৈরি হয় তা চলে যায়।তার প্রায় এক মাস পর
    লিঙ্গের মাথায় ছোট ছোট জেলির মতো গোটা উঠেছে কি করব?

  41. অন্ডকোষের ক্যান্সার – আমি ৪-৫ মাস আগে ১ টা ঘামাচির থেকে বড় ফোট দেখতেপাই, যা এখন আন্জনির ডিমের মত হয়ে গেছে ও কিছু ঘামাচির মত এবং ৮/১০ আন্জনির ডিমের চেয়ে অদ্ধেক সাইজের ফোট যার ভেতরে মাংস পিন্ড এর দানার মত গোল গোল গুটি এবং জলজলে টাইপের দেখতে পাচ্ছি। আমি কোন টাইপের ডাক্তার দেখাবো। দয়া করে আমাকে help করুন।এটা কি অন্ডকোষের ক্যান্সার???? 01720803792

  42. সাইফ উদ্দিন

    দয়াকরে পরামর্শ দিন ম্যাডাম :

    মার্চ মাসের প্রথম থেকেই আমার ডান উরুর সংযোগস্থলে প্রথম ব্যাথা অনুভূত হয় । ব্যাথা বেশি ছিলো , সাথে ঐ জায়গা গরম হয়ে থাকতো । আমি তখন সরকারী হাসপাতালের একজন ডাক্তার(মেডিসিন) দেখাই। ওনি আমাকে Uromax ও এলকুলী সিরাপ দেন ।সাত দিন খাওয়ার পর ব্যাথা কিছুটা কম হওয়ায় আমি তারপরের কিছু দিন ঔষধ সেবন থেকে বিরত থাকি । মার্চের তের তারিখে ওনার কাছে আবার যাই, তখন ওনি আল্ট্রা করার জন্য বলেন এবং uromax চালিয়ে যেতে বলেন । উনিশ-বিশ তারিখ থেকে ব্যাথা আমার বাম উরুর সংযোগস্থল ও অন্ডকোষে অনুভূত হতে থাকে । ব্যাথা মাঝেমধ্যে থাকে , কিছুক্ষণ পর পর অনুভূত হয়।কখনো মনে হয় ডান অন্ডকোষে কখনো বামে, কখনো ডান উরুর সংযোগস্থলে কখনো বাম উরুতে । যখন ব্যাথা করে তখন অন্ডকোষ ও অন্ডথলির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি অনুভূত হয়। কোন জায়গায় সুস্থির হয়ে স্বস্তিতে বেশিক্ষণ বসতে পারি না । কেমন জানি আনইজি ফীল করি ।

    তখন আমি মার্চের উনত্রিশ তারিখে ইউরোলোজিস্ট এবং জেনারেল ও ল্যাপারোস্কপিক সার্জনকে( উনি কিডনি, মূত্রনালী, মূত্রথলী,প্রোটেস্ট ও পুরুষ যৌনাঙ্গ রোগের বিশেষজ্ঞ; সহকারী অধ্যাপক, নোয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল) দেখাই । উনি আমার টেস্টিস হাত দিয়ে চেক করেন, তারপর আল্ট্রা ও ইউরিন টেস্ট করতে বলেন ।দুইটা রিপোর্টেই তেমন সমস্যা পাওয়া যায় নাই ।হার্নিয়া সন্দেহ করেছিলেন, কিন্তু আল্ট্রাতে কিছু পাওয়া যায়নি ।তখন উনি Avenac,Disopan .5, Finix 20, Neurobest ও Pre Gaba দশ দিনের জন্য সেবন করতে দেন।দশ দিন পরও ব্যাথা অনুভব করায় আবারো এপ্রিলের আট তারিখে উনার কাছে গেলে উনি Naprosyn plus ও Nortin দশ দিন দুই বেলা করে সেবন করতে দেন । তেমন কিছু হয়নি এই বলে আশ্বাস দেন । বলেন , যদি ব্যাথা সেরে যায় তাহলে আর না আসতে । আজকে প্রায় দশদিন অতিবাহিত হতে চলেছে কিন্তু এখনও আংশিক/হালকা ব্যাথা আছে । তবে অন্ডকোষে অনেক কম। এক সাথে দুই অন্ডকোষে ব্যাথা হয়নি কখনো ।কখনো ডানটাতে কখনো বামটা । কিন্তু উরুর সংযোগস্থল ফোলা ফোলা মনে হয় মাঝে মাঝে। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একবারেই স্বাভাবিক ছিলাম ।
    উল্লেখ্য, আমার অন্ডকোষ কখনো ফুলে নেই ,গোটা/ফুসকুড়ি উঠেনি । সবই স্বাভাবিক আছে ।প্রস্রাবের বেগ,কালার, গন্ধ সবই স্বাভাবিক ।

    এখন আমার করণীয় কি, আমি উনার কাছে আবার যাবো নাকি ঔষধ আরো কিছুদিন খেয়ে যাবো? আর আমার অন্য কোন সমস্যা হয়েছে কি যেটা ডাক্তার সাহেব ধরতে পারছেন না? হাইড্রোসিল,টর্সন,ক্যান্সার, কিডনিতে সমস্যা,ইডিমা,ব্যাকটেরিয়া- ভাইরাসের সংক্রমণ নাকি অন্য কিছু?
    ভীষণ চিন্তিত ম্যাডাম ।তাই বিস্তারিত খুলে বললাম আপনাকে।
    আপনার প্রতিউত্তরের অপেক্ষায় আছি ।
    ধন্যবাদ।

  43. আমসর গোপনাঙ্গে তিনটা গোটা এবং দুই থলিতে দুইটা বড় এবং ডান থলিতে একটা ছোট গোটা।একটা থলি বড় ও একটা ছোট এখন আমি কি করব।

  44. আপু আমার অন্ডকোষ এ ছোট বর মুটামুটি ১০/১৫ টার মত গোটা হয়েচে প্রায় ১/১.৫ বছর থেকেই আর এর মদ্ধে থেকে মাঝে মাঝে কেমন জানি পুজ/শ্যাল এর মত বের হয় ( ব্রন এ চিপ্লে যেমন টি বের হয়) এগুলার সংখ্যা মাঝে মাঝে কমে আবার বারে।।। আর হা যেগুল থেকে পুজ/শ্যাল এর মত বের হয় সেগুল আবার উধাও হয়ে যায়। আমি এটাকে তেমন গুরুত্ত দেই নাই কিন্তু পোস্ট তা পরে ত ভয় পাস্সি কান্সার।।। এখন আমি কি করব।।। কোন ডাক্তার দেখালে ভাল হবে।।।।
    দয়া করে পরামর্শ দিন….

  45. আমার অন্তথলি তে ডান দিকের কোষে সামান্য ঘোটা/মাংষ এসে ফুলে গেছে চোট বুঝা যায় না হাতে ধরা যায় আগে ব্যাথা চিল এখন নেই এর কারন কি?

  46. আমার একটি অন্ডকোষ বড় আর একটি ছোট কোন অশুবিধা আছে কী ?অশুবিধা থাকলে বলবেন প্লিজ

  47. আমার দুটি বিচি সমান আছে।কিন্তু বিচি দুটি খুবই ছোট এবং বিচির রগ গুলো অনেক লুজ হয়ে গেছে । এটা কোন ধরনের সমস্যা আমি বুঝতে পারছিনা। লিঙ্গে আগের মত শক্তি পাচ্ছিনা। দয়াকরে আমাকে যদি কোন পরামর্শ দেন তাহলে উপক্রিত হব।

  48. আমার বয়স ১৭। আমার অন্ডকোষে ছোট ছোট বলের মত ৪-৫ টি রয়েছে। ওগুলোতে কোন ব্যথা নেই। ওগুলো ১০-১২ বছর বয়স থেকেই থেকেই আমার ছিল। এটা কি ক্যন্সার এর লক্ষণ হতে পারে?

  49. আমার দুইটা অন্ডুকোষের মধ্যে একটা মাঝে মাঝে বড় দেখতে পাই, হাত দিয়ে ধরে দেখলে পাই বাম পাসের টা ঠিক যায়গায় থাকলেও ডান পাশের টা মনে হচ্ছে নিচের রগ গুলো উপরে উঠে আসছে এবং অন্ডুকোষ নিচে চলে গেছে। সেই জন্য একটা বড় এবং আরেকটা ছোট মনে হয়। মনে হচ্ছে ভেতরে প্যাচ লেগে গিয়েছে। ব্যাথা অনুভব করি না। আমার এটার প্রতিকার কি??? মারাত্মক কিছু???

  50. আমার লিঙ্গের মাথা ফুলে গেছে এটার করন কী। কী করলে এটা ভালো হবে।। Please Answer Me

  51. আমার লিঙ্গ হস্তমৈথন ৩ বার করার পর অনেক টা ফুলে গেছে এখন কি করব???

  52. আমার অণ্ডকোষ এ ব্যথা ছিলো ৪-৫ দিন।
    এর পর নিজ থেকেই ভালো হয়ে যায়।
    কখনো অনেক ব্যথা ছিলো আবার কখনো কম।
    লজ্জায় কাওকে বলতেও পারি নাই।
    যখন ব্যথা ভালো হয়ে যায়,আমি দেখতে পারি আমার অণ্ডকোষ ২ টাই আগের চেয়ে ছোট মনে হচ্ছে।
    আগে অণ্ডকোষ নিচের দিকে ঝুলানো দেখতাম এখন মনে হচ্ছে তা আর ঝুলানো নাই।
    তা ছোট হয়ে গেছে।
    এটা কি কোন প্রব্লেম প্লিজ বলবেন খুব চিন্তায় আছি।
    ????

  53. জাকারিয়া

    আমার পেনিস এর চামডা ফুলে যায়। এতে আমি কি করতে পারি

  54. Amar byos 20. Amar dan paser andokos hothat korei fule onek boro hoye jay gorom r beths silo pore daktar er kase gele alta dey porsab porikkha blade test o dey ami oi gula kori report dey.
    Specimen : Urinc
    1 Albumin. Trace .
    2 puss cells 01-03/hpf.
    3 Epthelial 03-05/hpf.
    Sp: Blood. CRP. 24.0 lu/mi <6.0 lu/mi
    Wsudh kheyechi betha kome jay er pore ekhon 6 mas dhore dan paser ando kos onek soto r patla hoye gese r ek pase vitorei onek besi betha kore halka nora lagle r tol peteo bethai majhe majhe…
    Emni sobi thik ase sudhu oitai somossa hoiteche ekhon ki korbo ami plz bolben ?? plz ans diyen onek cintay asi ami ???

Leave a Reply to fardinCancel reply

error: Content is protected !!