চোখের পাপড়ি

চোখের পাপড়ির গোড়ায় সাদা খুশকি

প্রশ্ন : আমার চোখের পাপড়ির গোড়ায় সাদা খুশকির মতো হয়। সে সঙ্গে কিছু কিছু পাপড়ি ঝরে পড়ে যাচ্ছে এবং সামান্য কিছুটা চুলকায়। এর জন্য ডাক্তারও দেখিয়েছি কিন্তু কোনো ফল পাওয়া যায়নি। তাই খুব চিন্তায় আছি। কী করলে ভালো হতে পারে জানাবেন।

চোখের পাপড়ি
চোখের পাপড়ি

উত্তর : হ্যাঁ, চোখের পাপড়ির এ রোগটিকে বলা হয় সেবোরিক বেস্নফারাইটিস। এর জন্য সপ্তাহে ২-৩ বার যে কোনো একটি ভালো বেবি শ্যাম্পু দিয়ে চোখের পাপড়ি ধুয়ে ফেলতে হবে এবং নিজোরাল নামক ক্রিমটি রোজ একবারে ২ মাস পর্যন্ত ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।

নিজোরাল নামক ক্রিমটি কুরিয়ারে পেতে যোগাযোগ করতে পারেনঃ ০১৬৭২২৯০২২৩ নম্বরে।

 

mastercard

সমাধান জানিয়েছেন

ডা. আহসান এমবিবিএস, ডিডিভি (অস্ট্রিয়া) চর্ম, অ্যালার্জি ও যৌন রোগ বিশেষজ্ঞ।

চেম্বার : আল রাজী হাসপাতাল ১২ ফার্মগেট, ঢাকা।

0 thoughts on “চোখের পাপড়ির গোড়ায় সাদা খুশকি”

Leave a Reply to azizCancel reply

error: Content is protected !!