Earn Money Bangladesh

ডোমেন কিনুন, ওয়েবসাইট বানান – টাকা আয় করুন সল্প পুজিতে

আপনারা এখন বাংলাদেশ এ বসেই ঘরে থেকেই ডোমেন কিনে, ওয়েবসাইট বানিয়ে টাকা আয় করতে পারেন। এজন্য যা প্রয়োজন হবে

  • ইন্টার নেট চালানোর অভিজ্ঞতা
  • একটি ডোমেন যার মূল্য ৭৫০ – ৮০০ টাকা
  • সাথে একটি হোস্টিং যা (১৬০০ টাকা র মত লাগবে)
Earn Money Bangladesh
Earn Money Bangladesh

এখন জেনে নিন, কিভাবে ডোমেন কিনবেন, ডোমেন বাংলাদেশে বসে কিভাবে কম খরচে Bkash দিয়েই কিনতে পারবেন তার একটি খুব সহজ ভিডিও ইউটিউব এ রয়েছে, দেখে নিন, নিচ থেকে ডোমেন কিনুন, ওয়েবসাইট বানান – টাকা আয় করুন সল্প পুজিতে

যেভাবে বাংলাদেশ এ বসে খুব সহজে ডোমেন কিনবেন

হোস্টিং এর জন্য দেশী বা বিদেশী হোস্টিং ব্যবহার করতে পারেন। তবে আপনি নতুন হলে দেশীয় হোস্টিং ব্যবহার বুদ্ধিমানের কাজ হবে। 

দেশী দের মধ্যে অন্যতম একটি সেরা হোস্ট হল “বস হোস্ট”, তাদের সাথে যোগাযোগ করলে পুরো ওয়েবসাইট এ তারা খুব সুন্দর ডিজাইন সহ বানিয়ে দিবে ফ্রী তে। তাদের যোগাযোগ: ০১৭১০৫৭১৫৭১

দেশী হোস্ট এর মধ্যে

১) Boss Host BD

https://bosshostbd.com/

এখানে বিস্তারিত দেখতে পারেন।

https://bangladeshresult24.com/top-10-hosting-company-of-bangladesh/

বিদেশী হোস্ট এর মধ্যে

১) Bluehost

ব্লূ হোস্ট অনেক নাম করা হোস্টিং সার্ভিস। WordPress সাইট চালাতে এরকম হোস্টিং খুবই উপযুক্ত।  

 

mastercard

২) Siteground

এটিও অনেক দামী এবং খুব ই ভাল সার্ভিস দেয়।

Web Hosting

৩) Wp Engine

ডোমেন আর হোস্টিং কেনা শেষ হলে, বস হোস্ট এর সাথে যোগাযোগ করলে ওরা আপনার সাইট ডিজাইন সহ খুব কমের মধ্যে (১ -২ হাজার) এ আপনার সাইট বানিয়ে দেবে।

ইন্টারনেট থেকে যেভাবে আয় করবেন

ব্লগিং হচ্ছে ইন্টারনেটের সবচাইতে কমন এবং জনপ্রিয় ব্যাবসা

ব্লগিং হচ্ছে এমন এক ধরনের ব্যাবসা যেখানে আপনাকে আগে ভাল মানের তথ্য সমৃদ্ধ একটি ব্লগ (ব্লগ হচ্ছে এক ধরনের ওয়েবসাইটে যেখানে নিয়মিত বিভিন্ন বিষয়ে লেখালেখি হয়ে থাকে) তৈরি করতে হবে, যেখানে আপনি বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবেন। এতে করে প্রতিনিয়ত আপনার শেয়ার করা তথ্যগুলো জানার জন্য অনেকেই আপনার সাইটে আসতে থাকবে। ধীরে ধীরে আপনার ব্লগ জনপ্রিয় হয়ে উঠলে আপনি সেই ব্লগে বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বসিয়ে আপনি আপনার ব্লগ থেকে আয় করতে পারেন। ব্যাপারটা আরো একটু ক্লিয়ার করা যাক-

 

ধরুন- আপনার একটি শিক্ষা বিষয়ক ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে আপনি নিয়মিত বিভিন্ন শিক্ষণীয় বিষয় নিয়ে লিখালিখি করেন। আর আপনার এই লিখা পড়ার জন্য এক জন দুজন করে রোজ আপনার সাইটে বিভিন্ন লোক আসে, কারন আপনার লিখাগুলো মানসম্মত এবং এখান থেকে মানুষেরা উপকৃত হয়। তো এমন এক সময় আসবে যখন একজন দুইজন করতে করতে প্রচুর লোক আপনার লিখা পড়ার জন্য নিয়মিত আপনার ওয়েবসাইটে আসবে।

 

এমতাবস্থায়, যেহেতু আপনার সাইটে বিভিন্ন ধরনের লোক প্রতিদিন ভিজিট করে তাই বিভিন্ন কোম্পানীর বিজ্ঞাপন আপনার ওয়েবসাইটে প্রদর্শন করিয়ে আপনি সেখান থেকে আয় করতে পারেন। ব্যাপারটা অনেকটা সংবাদপত্রের মত। বিভিন্ন পত্রিকায় সংবাদ পড়ার সময় আমরা বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন দেখতে পাই। যে পত্রিকার পাঠক যত বেশি তার বিজ্ঞাপন রেট তত বেশি এবং আয়ও তত বেশি। ঠিক একই ভাবে আপনার সাইটের ভিজিটর বা পাঠক যত বেশি হবে আপনার সাইটের বিজ্ঞাপন রেটও তত বেশি হবে এবং আপনার আয়ও তত বেশি হবে। পত্রিকা এবং আপনার মধ্যে পার্থক্য শুধু এই জায়গায় পত্রিকা গুলো হচ্ছে অফলাইন আর আপনার ওয়েবসাইট হচ্ছে অনলাইন।  অবশ্যই এখন প্রায় সকল জাতীয় পত্রিকা গুলোরই অনলাইন ভার্শন রয়েছে এবং তাদের ওয়েবসাইট গুলোতে গেলে আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেখতে পাবেন যেগুলো দিয়ে তারা আয় করে চলেছে।

তাহলে ভাল থাকুন, আর পরিশ্রম আর কাজে লেগে থাকার মানসিকতা থাকলে নেমে পড়ুন কাজে।

Leave a Reply

error: Content is protected !!